ফেব্রুয়ারি ২০২২ এর মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, দেশে মানবাধিকার পরিস্থিতি ছিল আগের মতই উদ্বেগজনক। দেশে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক বন্দুকযুদ্ধের নামে হত্যাকান্ড, থানা ও কারা হেফাজতে মৃত্যু, পুলিশী হয়রানির মতো ঘটনা ঘটেই চলেছে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা, ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, যৌন হয়রানি, নির্যাতন এবং হত্যার মতো ঘটনা ক্রমবর্ধমান হারে বেড়ে যাচ্ছে। নির্বাচনী সহিংসতা ও হতাহতের ঘটনা, গণপিটুনি, সীমান্তে হত্যা-নির্যাতনের ঘটনা বন্ধ হয়নি বরং বেড়েছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও নির্যাতন, ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেফতার সর্বোপরি নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা বিধানের বদলে রাষ্ট্র কর্তৃক মানবাধিকার লংঘনের এই ঘটনাগুলো ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে। খবর প্রেসবিজ্ঞপ্তির।
প্রতিবেদনের পূর্ণ বিবরণ পাঠকদের জন্য গুরুত্ব বিবেচনায় নীচে ছাপা হলো:
আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক বন্দুকযুদ্ধ
দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি ২০২২ মাসে বিচারবহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছেন চার জন। বিচারবর্হিভূত হত্যাকান্ড বেআইনী, অসাংবিধানিক এবং ফৌজদারী অপরাধ যা কখনই সমর্থনযোগ্য নয়। ২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে রাতে বান্দরবানের রুমায় কথিত বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে অভিযোগ অনুযায়ী সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্যদের গোলাগুলিতে এক সেনা সদস্যসহ চারজন নিহত এবং এক সেনা সদস্য গুলিবিদ্ধ হন। ১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখ রাত ১১টার দিকে উখিয়ার ৪নং রাজাপালং ইউনিয়নের জলিলের গোদা আমবাগান নামক স্থানে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে আসা কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটলেও কোনো হতাহত হয়নি। সেখান থেকে দুই লাখ ইয়াবা জব্দ করা হয় বলে দাবি করা হয়।
আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু, দমনমূলক আচরণ ও ধর্ষণের অভিযোগ
গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী এ মাসে পুলিশি নির্যাতনে এক জনের মৃত্যু, পুলিশি গুলিবর্ষণ ও পুলিশ কর্তৃক এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জে থানা পুলিশের নির্যাতনে উজির মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে এলাকাবাসী জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিতে লাশ নিয়ে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করেন। তথ্যসূত্র মতে সুনামগঞ্জের শান্তিগঞ্জে শত্রুমর্দন গ্রামের উজির মিয়াকে ৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে গ্রেফতারকরে শান্তিগঞ্জ থানা পুলিশ। এক দিন থানাহাজতে রাখার পর একটি চুরির মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ১১ তারিখে তিনি জামিনে মুক্ত হন এবং অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য ছাতকের কৈতক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি ২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ মারা যান।
০৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে একটি কেন্দ্রে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ছোড়া রাবার বুলেটে ছয় শিশুসহ সাত জন আহত হন। এর মধ্যে দুই শিশুকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২২ ফেব্রুয়ারি, ২০২২ সুনামগঞ্জের তাহিরপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মানববন্ধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাত রাউন্ড শটগানের গুলি ছুড়লে এক নারীসহ ৯ জন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ ৯ জন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলেও উন্নত চিকিৎসার জন্য তিনজনকে সিলেটে পাঠানো হয়। ১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে সিরাজগঞ্জের চৌহালী থানায় কর্মরত জিয়াউর রহমান জিয়া (৪৫) নামের পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (২) আদালতে ধর্ষণের মামলা হয়েছে। কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে ফরিদা পারভীন (৪৩) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর ফরিদা পারভীনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে উক্ত পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এএসআই পদ থেকে পদাবনতি দিয়ে কনস্টেবল পদে রাখা হয় এবং তিনি বর্তমানে চৌহালী থানায় কর্মরত আছেন। ধর্ষণ মামলা প্রসঙ্গে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম সিদ্দিকী জানান, সিআইডির তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আবারও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কারা হেফাজতে মৃত্যু
ফেব্রুয়ারি ২০২১ মাসে উল্লেযোগ্য সংখ্যক কারাবন্দীর মৃত্যুর ঘটনা ঘটেছে। কারা হেফাজতে এক শিশুর আত্মহত্যা ও দুই নারীসহ ১৪ জনের মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে। গাজীপুর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মোট ৫জন, ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে একজন নারীসহ ৩জন এবং চুয়াডাঙ্গা কারাগারে একজন নারীসহ ২জন বন্দীর মৃত্যু হয়েছে। দেশের অন্য তিন জেলা কারাগারে ৩জন বন্দীর মৃত্যু হয়েছে।
১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ গাইবান্ধা জেলা কারাগারে থাকা মাদক মামলার হাজতি বিল্লাল হোসেন (৫০) শ্বাসকষ্টসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে অসুস্থ বোধ করলে তাকে গাইবান্ধা পুলিশ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ০৩ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ সকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদি কালাম (৪৫) বুকে ব্যথা অনুভব করেন। তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে পৌণে ৮টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ০৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখ ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে রমিজ উদ্দিন (৫৩) নামে এক কয়েদির অসুস্থ অবস্থায় সকাল ১০টা দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১০ ফেব্রুয়ারি ২০২২ চুয়াডাঙ্গা জেলা কারাগারে হালিমা বেগম (৬৫) নামে এক নারী কয়েদী অসুস্থ হলে দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আনার পর তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে থাকাবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ মোহাম্মদ কায়সার (৭৭) বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মারা গেছেন। একই দিনে অপর বন্দী তিন মাসের সাজাপ্রাপ্ত মাদকাসক্ত ইকবাল হোসেন ইকবাল অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর হাসপাতালে নজির আহমদ (৫৫) নামে এক রোহিঙ্গা কয়েদি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মৃত্যুবরণ করেন। ১৮ ফেব্রুয়ারি, ২০২২ ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের শামসুদ্দিন শেখ (২৬) নামের এক হাজতি অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স যোগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ মাদক মামলায় বন্দি শামীম আহমেদ (৪৪) অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে শামীম আহমেদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের মোছাঃ ফুলজান বেগম (৫৮) নামের এক নারী কয়েদি গত ১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা অভ্যন্তরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার তারিখে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ২৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে হাজতি নুর ইসলাম (৬০) অসুস্থ হয়ে পড়েন তাকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখ রাতে চুয়াডাঙ্গা জেলা কারাগারে হাশেম আলী (৩০) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদীর বুকে ব্যথা উঠলে কারাগারে তার ইজিসি করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যশোর শিশু উন্নয়ন কেন্দ্র থেকে জহুরুল ইসলাম (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার হয়। ১৪ ফেব্রুয়ারি ২০২২ সকাল ১১টা ২০ মিনিটের দিকে জহুরুলের সঙ্গীরা কক্ষে গিয়ে তাকে সিলিং ফ্যানে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ ছাড়া ১ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন শুনানির একপর্যায়ে অসুস্থ হয়ে পড়ে শাহজাহান মৃধা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শাহজাহান মৃধাকে মৃত ঘোষণা করেন। ২৭ ফেব্রুয়ারী, ২০২২ তারিখ সকালে হাজতি ফজর আলী (২৮) জেলখানায় হঠাৎ অসুস্থ হলে তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে হাসপাতালে তার মৃত্যু হয়।
কারাগার অভ্যন্তরে বন্দীদের অপর্যাপ্ত চিকিৎসার কারণেই বাইরের হাসপাতালে প্রতি মাসে এতো সংখ্যক বন্দিদের মৃত্যু হচ্ছে। কারাগারসমূহের অভ্যন্তরে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কারা হেফাজতে মৃত্যুর ঘটনাসমূহের যথাযথ তদন্ত করে তার পূর্ণ প্রতিবেদন প্রকাশ করা উচিত বলে এমএসএফ মনে করে।
সীমান্তে হত্যা, আটক, অবৈধ অনুপ্রবেশ ও নির্যাতন
সীমান্তে হত্যা ও নির্যাতন বন্ধ করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত সম্মেলনে বিএসএফ কর্তৃক কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেয়া সত্বেও সীমান্ত হত্যা ও নির্যাতনের ঘটনা বন্ধ হচ্ছে না। এ মাসে সীমান্তে হত্যা-নির্যাতনের শিকার হয়েছেন ৫জন। বিএসএফএর গুলিতে নিহত ১ জন ও আহত ১ জন বাংলাদেশী নাগরিক, ভারতীয় নাগরিক খাসিয়াদের গুলিতে বাংলাদেশী নাগরিক আহত ১, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি)’র গুলিবর্ষণে এক জেলে নিখোঁজ, বিএসএফ কতৃক বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে যাওয়া, বিএসএফ সদস্যদের অবৈধ অনুপ্রবেশ ও নির্যাতনের ঘটনা ঘটেছে।
১৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখ ভোরে কুড়িগ্রামের উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পূর্ব কাউয়ারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৭-৩ এস-টি রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)’র গুলিতে ফরিদুল ইসলাম (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হলে মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে যায়। ২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া এলাকার ভারত সীমান্তের ৭৮ নম্বর পিলার এলাকায় ঘাস কাটতে যাওয়া আমিনুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি করলে তিনি গুরুতর আহত হন।
১৯ ফেব্রুয়ারি ২০২২ সকালে সিলেটের জৈন্তাপুর সীমান্তের ১ হাজার ২৮৬ নম্বর মেইন পিলার থেকে আনুমানিক ৬০০ গজ ভারতের অভ্যন্তরে হেওয়াই বস্কি নামক স্থানে মো. ইমন আলী (২৫) নামের এক বাংলাদেশি যুবক ঢুকে পড়লে ভারতীয় খাসিয়ারা ৭-৮টি গুলি ছোড়ে। এতে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গুলি খেয়ে আহতাবস্থায় ইমন পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন ৷ স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
৯ ফেব্রুয়ারি ২০২২ টেকনাফের নাফ নদীতে মাছ শিকার করার সময় দুই জেলেকে লক্ষ্য করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) গুলিবর্ষণ করে। এ সময় গুরা মিয়া নামে এক জেলে ফিরে আসতে পারলেও মোহাম্মদ ইলিয়াস (৫০) নামের এক জেলে নিখোঁজ হয়। পরবর্তী পাঁচ দিনেও মোহাম্মদ ইলিয়াসের কোনো খোঁজ মেলেনি।
১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত কাংশা ইউনিয়নের তাওয়াকোচায় ভারত বাংলাদেশ ১১০০ সীমান্ত পিলারের কাছ থেকে জয়নাল আবেদীন (৫০) নামে এক কৃষককে ভারতের বেলাবর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা ধরে নিয়ে যায়। পতাকা বৈঠকের বিএসএফ সদস্যরা জানান, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করে ডালু থানায় সোপর্দ করা হয়েছে।
০৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে লালমনিরহাটের পাটগ্রামে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করে বিদ্যুত বিভাগের লোকজনসহ গ্রামের ১০-১৫ জন বাংলাদেশি বাসিন্দাকে গালিগালাজ করে লাঠি ও অস্ত্র উঁচিয়ে কাজ করতে বাধা দেন। রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এফ এম আজমল হোসেন খান জানান তারা এ ধরনের একটি ঘটনা জেনেছেন। ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। পতাকা বৈঠকের মাধ্যমে জোর প্রতিবাদ জানানো হবে। অপরদিকে বাংলাদেশে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধের ৮ ঘটনায় ২জন নারী, ৫ জন ভারতীয় নাগরিক ও ৯৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।
নির্বাচনী সহিংসতা
গণমাধ্যম সূত্র অনুযায়ী ফেব্রুয়ারি মাসেও বিভিন্ন জেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলে নিতে প্রকাশ্যে গোলাগুলি, ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ-সহিংসতা, প্রাণহানি, বর্জনসহ নানা অনিয়মের অভিযোগ প্রতিফলিত হয়েছে। নির্বাচনী সহিংসতায় দেশব্যাপি কমপক্ষে একজন শিশুসহ ৯জন নিহত ও শতাধিক রাজনৈতিক কর্মী ও সমর্থক আহত হয়েছেন। চট্রগ্রাম ও কুমিল্লাতে তিনজন করে ও যশোর, সিলেট ও ময়মনসিংহতে একজন করে নিহত হয়েছেন।
০৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ছোড়া রাবার বুলেটে ছয় শিশুসহ সাত জন আহত হয়। এর মধ্যে দুই শিশুকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশু তোফাজ্জল হোসেন শরীর ও চোখে ছররা গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়। এর ফলে তার চোখ অন্ধ হয়ে গেছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইউপি নির্বাচন চলাকালে সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ তাসিফকে কুপিয়ে হত্যা করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী লিয়াকত আলীর বহিরাগত লোকজন এসে অফিস কেন্দ্র দখলের চেষ্টা চালায়। এই সময় স্থানীয় মেম্বার পদপ্রার্থী মিজানুর রহমানের ভাতিজা তাসিফ ঘটনাস্থলে উপস্থিত ছিলো। বহিরাগত সন্ত্রাসীরা এলোপাথাড়ি কোপানো শুরু করলে শিশু তাসিফ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ভানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীকের) চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামান ভূঁইয়া মুকুল চান্দিনা উপজেলার ছাত্রদল সভাপতি কাইয়ুমকে দেখে বহিরাগত হিসেবে প্রতিবাদ জানালে তাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কাইয়ুম মুকুলের বুকে লাথি মারলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নির্বাচনের আগের রাতে মৃত্যুর ঘটনায় জেলা নির্বাচন অফিস থেকে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচনের আনুষ্ঠনিকতা একটি সমন্বিত প্রয়াস, আর এক্ষেত্রে সুষ্টু ও অবাধ নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশনের দৃঢ় অবস্থান অত্যন্ত জরুরী ছিল যা মোটেও দৃশ্যমান হয়নি।
ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার
ডিজিটাল নিরাপত্তা আইন নির্বিচারে অপপ্রয়োগ মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসীদের মধ্যে ভয় ও উদ্বেগ সত্বেও এ আইন প্রয়োগ করা হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী এ মাসেডিজিটাল নিরাপত্তা আইনে ৭টি মামলা হয়েছে। ১জন সাংবাদিকসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলাগুলোয় মোট ২০ জন অভিযুক্তের মধ্যে ৯ জন গণমাধ্যম কর্মী, ১ জন আইনজীবী, ১ জন যুবদল কর্মী, ৭ জন যুক্তরাজ্যে বাসবসকারী ও ২ জন সাধারণ নাগরিক।
১৭ই ফেব্রুয়ারি ২০২২ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতক্ষীরার পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের সভাপতি জহুরুল হকসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ও সরকারের বিরুদ্ধে ফেসবুকে কথিত উসকানিমূলক লেখার অভিযোগে মামলা হয়। ১৫ই ফেব্রুয়ারি ২০২২ মানহানিকর সংবাদ প্রকাশের কথিত অভিযোগে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, অনলাইন পোর্টাল বাংলা ইনসাইডারের প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরসহ আরো চারজন সংবাদকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারোয়ার হোসেন। ১২ই ফেব্রুয়ারি ২০২২ ফেসবুকে দেশ ও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কথিত সুনাম ক্ষুণ্ণ ও জনগণকে বিভ্রান্ত করার অভিযোগে যুক্তরাজ্যে বাসবাসকারী সাত ব্যক্তির নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহবুব। ২৭ ফেব্রুয়ারী, ২০২২ তারিখে রংপুরের বদরগঞ্জে ওয়ালিউর রহমান ওরফে দোলন নামের এক আইনজীবীর বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
ফেসবুকে রাষ্ট্রবিরোধী প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিন ও উপস্থিত আসামি মিনহাজ ও দিদারুলের পক্ষে তাঁদের আইনজীবীরা ২৭ ফেব্রুয়ারী, ২০২২ তারিখে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারিক আদালতে অব্যাহতি চেয়ে আবেদন করেন। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারিক আদালত রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এবং সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৭ এপ্রিল দিন ধার্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কোন বক্তব্য বা মতামতকে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে যেভাবে অপরাধ হিসেবে গন্য করা হচ্ছে তা অবশ্যই বন্ধ করতে হবে বলে এমএসএফ মনে করে। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার প্রতিরোধে সরকারের পক্ষ থেকে এ আইনের কয়েকটি ধারা সংশোধন করার কথা বলা হলেও আলোচিত-সমালোচিত ধারাগুলোতে পরিবর্তন না এনে সামাজিক যোগাযোগ মাধ্যমের খসড়া নীতিমালায় সেগুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই আইনের যে ধারাগুলো পরিস্কারভাবেই হয়রানিমূলক, সরকারের উচিত দ্রুত সেগুলো বাতিল করা। নতুবা ডিজিটাল নিরাপত্তা আইন অপব্যবহারের মাধ্যমে স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ সংকুচিত হওয়ার যে সমস্যা থেকেই যাচ্ছে।
শিশু ও নারীর প্রতি সহিংসতা
গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি ২০২২ মাসে দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা যেমন; ধর্ষণ, সংঘবদ্ধধর্ষণ, যৌন হয়রানি, হত্যা, আত্মহত্যা এবং পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে।
এ মাসে ৩৫৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে যার মধ্যে ধর্ষণের ঘটনা ১০৩টি। বিশ্লেষণে দেখা যায়; দলবেঁধে ধর্ষণ ১৩টি, ধর্ষণ ও হত্যা ১টি এবং প্রতিবন্ধী শিশু ও কিশোরী ধর্ষিত হয়েছে ৬ জন। উল্লেখ্য যে, ধর্ষিতদের মধ্যে ৭জন কিশোরীকে দলবেঁধে ধর্ষণ করা হয়েছে এবং ১জন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও ধর্ষণের চেষ্টা ১৫টি, যৌন হয়রানি ১১টি ও শারীরিক নির্যাতনের ৫৩টি ঘটনা ঘটেছে। এ মাসে ৬৭জন নারী ও কিশোরী আত্মহত্যা করেছেন। মূলত পরীক্ষায় ফল বিপর্যয়, পরিবারের ওপর রাগ, প্রেম, উত্ত্যক্ত করা, ধর্ষণ বা ধর্ষণচেষ্টার শিকার, বা শ্লীলতাহানির বিচার না পাওয়া এবং সাইবার অপরাধ ও প্রতারণার শিকার হয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। অপহরণের শিকার হয়েছে ২জন শিশু। অপরদিকে ৮ জন শিশু ও ২ জন কিশোরী নিখোঁজ রয়েছে। এছাড়াও ফেব্রুয়ারি মাসে ৭৮ জন নারী ও শিশু হত্যাকান্ডের শিকার হয়েছেন যার মধ্যে ১৬ জনের মৃত্যু ছিল অস্বাভাবিক। গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পারিবারিক বিরোধ, প্রতিশোধ, যৌতুক, তালাক, ইত্যাদি কারণে এ হত্যাকান্ডগুলো সংঘটিতহয়েছে। ২টি ধর্ষনের ঘটনা অবৈধ সালিশের মাধ্যমে মিমাংসা করা হয়েছে। অপরদিকে মৃত অবস্থায় ১১ জন ও জীবিত অবস্থায় ৪জন মোট ১৫জন নবজাতককে দেশের বিভিন্নস্থানে পাওয়া গেছে। অপরদিকে কথিত চিকিৎসার অবহেলায় কমপক্ষে ৪ জন নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। অন্য একটি ঘটনায় বরিশালের গৌরনদীতে একটি নবজাতককে হত্যা করা হয়েছে।
সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের লংঘন
সাংবাদিকতার ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের চিত্র ছিল উদ্বেগজনক। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় অন্তত ৪৩ জন সাংবাদিক নানাভাবে হত্যার হুমকি, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনে সময় প্রভাবশালীদের দ্বারা বাধাগ্রস্থ হয়ে আহত হয়েছেন ৩০ জন সাংবাদিক, রাজনীতিবিদ ও সন্ত্রাসীদের পক্ষ থেকে ৯ জন সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বরিশাল থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক ‘আজকের সময়ের বার্তা’ পত্রিকার সম্পাদক-প্রকাশক এম লোকমান হোসাইনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের মামলা হলে সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন। জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়। ২ জন সাংবাদিককে আক্রমন এবং এছাড়া গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সাংবাদিকদের জন্য অঘোষিত নিষেধাজ্ঞা এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলিয়া আমিনুল সাংবাদিকদের হুমকি দিয়ে জানান তার স্বামী আমিনুল ইসলাম মোল্লার কাছ থেকে ইউনিয়ন পরিষদে কোনো কাজে ঢুকতে হলে অনুমতি নিতে হবে।এ ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।ত্বকী হত্যাকান্ডর ঘটনায় ‘যা ছিল খসড়া চার্জ শিটে’ শিরোনামে খবর প্রকাশ করায় ১২ই ফেব্রুয়ারি ২০২২ দুপুরে নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা অফিসে সন্ত্রাসীরা হামলা চালিয়ে সাংবাদিক ও সংবাদকর্মীদেরকে অকথ্য ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দেয়। ২৬ ফেব্রুয়ারি গাইবান্ধার সুন্দরগঞ্জে দেয়াল ধসের তথ্য সংগ্রহ করতে যাওয়ায় ৫ সাংবাদিকদেরকে সোহেল সরদার নামের এক ব্যাক্তি প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছে। ১২ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল ৭১- নারী সাংবাদিক ও উপস্থাপিকার নাজনীন মুন্নির নামে ভুয়া অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় পেশাগত হেনস্তার শিকার হয়েছেন। ০২ ফেব্রুয়ারি ২০২২ বরিশালের আদালতে প্রতারণা মামলায় বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদার ও তাঁর চার ভাইবোনকে কারাগারে নেওয়ার সময় ছবি তুলতে গেলে বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে হামলার শিকার হন ২০ জন সাংবাদিক। ৬ ফেব্রুয়ারি রাতে জামায়াত শিবিরের বিরুদ্ধে কোনো নিউজ করলে নরসিংদীর বেলাব প্রেস ক্লাবের সভাপতি শেখ আ. জলিলকে মোবাইল ফোনে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেভাবে বাধা দেয়া হচ্ছে এবং তাঁদের যেভাবে মামলা দিয়ে হয়রানি ও শারীরিকভাবে আক্রমন করা হচ্ছে তা অগ্রহণযোগ্য এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য অশনিসংকেত।
কল কারখানায় অগ্নিকান্ড ও দুর্ঘটনা
গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী এ মাসে ৫টি কল কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । এ সমস্ত অগ্নিকান্ডে একজন শিশু ও একজন নারী শ্রমিক সহ মোট ৪ জন নিহত হয়েছেন। কল কারখানায় অগ্নিকান্ডের ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাড়িয়েছে। ফলে কারখানায় অগ্নিকান্ড এবং হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। কলকারখানা স্থাপনে নিয়ম-কানুন আর বিধি-বিধান থাকলেও কোনো বড় দুর্ঘটনা ঘটলেই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই কারাখানা মালিকপক্ষ সেটি অমান্য করেছে। সরকারী কর্তৃপক্ষের নজরদারির অবহেলার বিষয়টি সকলের দৃষ্টিগোচর হয়। ফলে কারখানায় দূর্ঘটনা, অগ্নিকান্ড এবং হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।
অপরদিকে সাম্প্রতিক সময়ে গ্যাস বা গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হয়েই চলেছে। দুর্ভাগ্যের বিষয়- গ্যাস বা গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় হতাহতের কোনো পরিসংখ্যান নেই। ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা ও হতাহতের বিষয়গুলো নজরে এসেছে। ২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিন জনের মৃত্যু হয়েছে। নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছিলেন। নিহত ব্যাক্তিবর্গরা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
২২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে রাজধানীর কলাবাগানে ক্যাফে আলবারাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ময়মনসিংহের ভালুকা উপজেলায় বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে দুই বোন ও এক ভাইয়ের মৃত্যু হয়েছে। তিন শিশুকে বাসায় রেখে বাইরে তালা দিয়ে বের হয়েছিলেন। পরে রাত সাড়ে ৯টার দিকে ঘরে বিস্ফোরণ ঘটে। এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এমএসএফ মনে করে, গ্যাসের এসব বিস্ফোরণ নিছক দুর্ঘটনা নয়। এসব দুর্ঘটনার দায় সংশ্নিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবে এড়াতে পারে না। তবে গ্যাসের বিস্ফোরণ এবং গ্যাস-সৃষ্ট দুর্ঘটনা বন্ধে কর্তৃপক্ষকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা একটি গুরুতর জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত। সারাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। ফলে বিপুল সংখ্যক মানুষের হতাহতের ঘটনা ঘটছে যার সঠিক তথ্য-উপাত্ত পাওয়া দুস্কর। যানবাহনের অতিমাত্রার গতি, সড়কের সাইন-মার্কিং-জেব্রা ক্রসিং, চালক এবং পথচারীদের না মানার প্রবণতার কারণে পথচারীরা সড়কে মারা যাচ্ছেন। প্রধান সড়কের ওপর হাটবাজার গড়ে তোলার কারণে পথচারী নিহতের ঘটনা বাড়ছে। অদক্ষ চালক, বেপরোয়া গাড়ি চালনা, ট্রাফিক আইন মান্য না করাসহ নানা কারণে সড়কে হতাহতের সংখ্যা ক্রমাগত দীর্ঘ হচ্ছে।
গণমাধ্যমসূত্রে পাওয়া এমএসএফ’র পরিসংখ্যান অনুযায়ী এ মাসে ২০৩টি সড়ক দুর্ঘটনার ঘটেছে। এর মধ্যে সড়কগুলোতে ৩২ টি বাসের দুর্ঘটনায় ৫১ জন মানুষের মৃত্যু হয়েছে। অন্যান্য ক্ষেত্রে মটরসাইকেল, সিএনজি অন্যান্য গণপরিবহন দুর্ঘটনায় ২১৭ জন নিহত হয়েছেন। মোট নিহতের সংখ্যা ২৭৮ জন।
সড়ক দুর্ঘটনায় বিরাজমান নৈরাজ্য, অনিয়ম-দুনীতিসহ জীবনের জন্য হুমকি নিরসনে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি বলে এমএসএফ মনে করে।
গণপিটুনি
এমএসএফ’র পরিসংখ্যান অনুযায়ী এ মাসে অন্তত ৬টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যেখানে ২ জন যুবকের মৃত্যু ও একজন পুলিশ সদস্য, দুইজন নারী ও অপর তিনজন যুবক মোট ৬ জন আহত হয়েছেন। চুরি বা ডাকাতি, পরকিয়া ও ছিনতাই সন্দেহে গণপিটুনির ঘটনাগুলো সংঘটিত হয়েছে। প্রচলিত আইন অবজ্ঞা করে গণপিটুনির ঘটনাগুলোকে বিচারবর্হিভূত হত্যাকান্ড বলে এমএসএফ মনে করে।
তথ্যসূত্র: প্রথম আলো, ডেইলি ষ্টার, কালের কন্ঠ, যুগান্তর, জনকন্ঠ, আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক মানবজমিন, সমকাল, ইত্তেফাক, আজকের পত্রিকা, ঢাকা ট্রিবিউন ও অন্যান্য জাতীয় দৈনিকসমূহ প্রকাশিত সংবাদের ভিত্তিতে উপরোক্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাছাড়াও প্রায় প্রতিটি ঘটনার ক্ষেত্রেই স্থানীয় হিউম্যান রাইটস ডিফেন্ডারদের মাধ্যমে তা ভেরিফাই করা হয়েছে। এখানে উল্লেখ্য যে ১ ফেব্রুয়ারি ২০২২ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত সংঘটিত ঘটনার ভিত্তিতে এ রিপোর্ট তৈরি করা।