মানবাধিকার রক্ষায় ভূমিকার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশের মানবাধিকারকর্মী মো. নূর খান। বিশ্বের ১০টি দেশে মানবাধিকার নিয়ে কাজ করা ১০ ব্যাক্তি জনকে এই পুরষ্কার দেওয়া হয়েছে।
গতকাল ওয়াশিংটনে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং অনাড়ম্বর এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত ১০ ব্যক্তি ও সংগঠনের হাতে এই এন্যুয়াল এওয়ার্ড তুলে দেয়া হয়। এ যাত্রায় ৮ বছর পর এ পদক দেয়া হয়েছে বলে স্টেট ডিপার্টমেন্টের এক মিডিয়া নোটে বলা হয়। এ সংক্রান্ত স্টেট ডিপার্টমেন্টের মিডিয়া নোটের পূরো বিবরণ এই লিংকে পাওয়া যাবে।
সোজা কথা পরিবারের অভিনন্দন
সোজা কথা সম্পাদক ব্যারিস্টার শাহ আলম ফারুক বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকারকর্মী মো. নূর খানের মানবাধিকার রক্ষায় ভূমিকার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড’ প্রাপ্তিতে
তাকে অভিনন্দন জানান।, মি: নূর খানের সাথে সরাসরি এক দশকের উপর কাজ করা সোজা কথা সম্পাদক ব্যারিস্টার শাহ আলম ফারুক বলেন, দেশের মানুষের মানবাধিকার ও বাক স্বাধীনতাহীনতার এ দু:সময়ে তাঁরমত একজন নিবেদিত প্রাণ মানবাধিকার সংগঠকের স্বীকৃতি খুবই অর্থবহ। এই স্বীকৃতি তাঁর উপর মানুষের প্রত্যাশাকে আরো বাড়িয়ে দিল।