স্ট্রেইট ডায়ালগ প্রতিবেদন: ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ব্রিটেনে আরো ৮১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সব মিলিয়ে হাসপাতালে ২০ হাজার ৩১৯জন মৃত্যুবরণ করেছেন।
একই সময়ে অর্থাৎ শনিবার সকাল ৯টা পর্যন্ত নতুন করোনা রোগী সনাক্ত হয়েছ্ ৪,৯১৩ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৪৮,৩৭৭।
বুধবার ব্রিটেন সরকারের নিয়মিত প্রেস ব্রিফিং-এ স্বরাস্ট্র মন্ত্রী প্রীতি প্যাটেল আরো জানান- বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬৪১১, যা গতকাল একই সময় ছিল ১৭০৪৯ জন।প্রীতি প্যাটেল হুশিয়ারি উচ্চারণ করেন, এই নজিরবিহীন দুর্যোগের সময় ওভারস্পিড মটরিং, গৃহঅভ্যান্তরীণ সহিংসতা, দোকান চুরি সহ নানা অপরাধ চালিয়ে যাবার জন্য অপরাধীরা চেস্টা করছে। এ সব অপরাধীদের বিরুদ্ধে পুলিশসহ অন্যান্য এজেন্সী সক্রিয় আছে বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন।