স্ট্রেইট ডায়ালগ প্রতিবেদন: ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ব্রিটেনে আরো ৭৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সব মিলিয়ে হাসপাতালে ১৮ হাজার ১০০ জন মৃত্যুবরণ করেছেন। খবর বিবিসির।
একই সময়ে অর্থাৎ বুধবার দুপুর পর্যন্ত নতুন করোনা রোগী সনাক্ত হয়েছ্ ৪, ৪৫১ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১,৩৩,৪৯৫।
বুধবার ব্রিটেন সরকারের নিয়মিত প্রেস ব্রিফিং-এ পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাব বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার অবসানের সাথে সাথে দ্বিতীয় দফায় সর্বোচ্চ মাত্রার ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দ্বিতীয় দফায় লকডাউনে অর্থনীতির দুরবস্থাকে দীর্ঘায়িত করবে।