বুধবার প্রথমবারের মতো স্বাস্থ্য অধিদফতর তার প্রতিদিনের পরিসংখ্যানগুলিতে হাসপাতালের বাইরে মারা যাওয়া লোকদের অন্তর্ভুক্ত করেছে। গত ২৪ ঘন্টায় ৭৬৫ এবং সবমিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৬০৯৭ । এতদিন পর্যন্ত টেস্ট হয়েছে ৮ লাখ ১৮ হাজার ৫৩৯, যার মধ্যে গতকাল করোনা টেস্ট হয়েছে ৫২ হাজার ৪২৯। এরমধ্যে করোনা পজেটিভ হয়েছে ৬৫ হাজার ২২১। গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৪০৭৬।