স্ট্রেইট ডায়ালগ প্রতিবেদন: এপ্রিল মাসের শেষে দিনে ১ লাখ টেস্টের লক্ষ্যমাত্রা পেরিয়ে গেছে যুক্তরাজ্য। গতকাল মাসের শেষ দিন ১ লাখ ২২ হাজার ৩৪৭। ২ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রী দিনে ১ লাখ টেস্টের লক্ষ্যমাত্রার ঘোষণা দিয়েছিলেন। ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ব্রিটেনে আরো ৭৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সব মিলিয়ে ২৭ হাজার ৫১০ জন মৃত্যুবরণ করেছেন। খবর বিবিসির। বুধবার এ সংখ্যা ছিল ৮১, ৬১১।
একই সময়ে অর্থাৎ শুক্রবার দুপুর পর্যন্ত নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে ৬,২০১ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৭৭ হাজার ৪৫৪।
শুক্রবার ব্রিটেন সরকারের নিয়মিত প্রেস ব্রিফিং-এ স্বাস্থ্য মন্ত্রী মেট হ্যানকক বলেন, অধিকতর টেস্টের মাধ্যমে আমরা দেশের পরিস্থিতি বুঝতে পারবো। সে অনুযায়ী আমরা লকডাউন থেকে বেরিয়ে আসার পদক্ষেপ নিতে পারবো। সামাজিক দূরত্ব বজায় রাখার অবসানের সাথে সাথে দ্বিতীয় দফায় সর্বোচ্চ মাত্রার ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দ্বিতীয় দফায় লকডাউনে অর্থনীতির দুরবস্থাকে দীর্ঘায়িত করবে।