স্ট্রেইট ডায়ালগ প্রতিবেদন: মে মাসের প্রথম দিনেও ১ লাখ টেস্টের উপর পেরিয়ে গেছে যুক্তরাজ্য। গতকাল মে মাসের প্রথম দিনে টেস্ট হয়েছে ১০৫,৯৩৭। এর আগের দিন টেস্ট হয়েছিল ১ লাখ ২২হাজার ৩৪৭।বুধবার এ সংখ্যা ছিল ৮১,৬১১। ২ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রী দিনে ১ লাখ টেস্টের লক্ষ্যমাত্রার ঘোষণা দিয়েছিলেন। ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ব্রিটেনে আরো ৬২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সব মিলিয়ে ২৮ হাজার ১৩১ জন মৃত্যুবরণ করেছেন। মনে করা হচ্ছে এর ফলে আগামী সপ্তাহে যুক্তরাজ্য করোনায় মৃত্যুতে দ্বিতীয় (২৮২৩৬) স্থানে খাকা ইটালীকে ছাড়িয়ে গিয়ে সবচে বেশি মৃত্যুর দেশ ইউএসএ’র (৬৫৭১৩) পরের স্থানে স্থান করে নেবে।
একই সময়ে অর্থাৎ শনিবার দুপুর পর্যন্ত নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে ৪৮০৬ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৭৭ হাজার ৪৫৪।
শনিবার যোগাযোগ মন্ত্রী রবার্ট হেনরিক ব্রিটেন সরকারের নিয়মিত প্রেস ব্রিফিং-এ বলেন, অধিকতর টেস্টের মাধ্যমে আমরা দেশের পরিস্থিতি বুঝতে পারবো। সে অনুযায়ী আমরা লকডাউন থেকে বেরিয়ে আসার পদক্ষেপ নিতে পারবো। সামাজিক দূরত্ব বজায় রাখার অবসানের সাথে সাথে দ্বিতীয় দফায় সর্বোচ্চ মাত্রার ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দ্বিতীয় দফায় লকডাউনে অর্থনীতির দুরবস্থাকে দীর্ঘায়িত করবে।