ডেস্ক রিপোর্ট: ট্রেক এন্ড ট্রেস ভালো কাজ করছে বলা হলেও সংখ্যা সম্পর্কে কোন কিছু বলা হয়নি। সোমবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রতিদিনের ব্রিফিংয়ে যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রী মেট হ্যানকক জানান, নতুন করে ১১১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে,এটা ২৩ মার্চ লকডাউন শুরু হবার পর থেকে সবচে কম মৃত্যু। এর ফলে সব মিলিয়ে ইউকের এখন মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৯ হাজার ৪৫ জন। তারপরও রোববার দেখানো মোট মৃত্যুর সংখ্যা ৩৮,৪৮৯ এর সাথে ৫৫৬ যোগ করে সোমবার কেন ৩৯ হাজার ৪৫ জন দেখানো হল সে ব্যাপারে স্বাস্হ্য বিভাগ থেকে কিছু জানানো হয়নি।
সোমবার সকাল ৯ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৫৭০ নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে যা মার্চের শেষ থেকে এ পর্যন্ত দৈনিক শনাক্ত হারের মধ্যে সবচেয়ে কম।
একই সময়ে নতুন করে ইংল্যান্ডের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৯ জন । ৬০৬ জন ভেন্টলেটরে আছেন যা মার্চ থেকে সবচে কম।
আজ নতুন যে সব আপডেট আছে সে গুলো হলো
ডেইলী মেইল জানায়
• প্রায় ২ মিলিয়ন শিশুর অনেকে স্কুলে যোগদান করতে পারেনি কারণ স্কুল গুলো তাদের জন্য প্রস্তুতি নিতে পারেনি।
• সামাজিক দূরত্ব বজায় রেখে ২৩ মার্চের পর এই প্রথম বন্ধুদের সাথে সময় কাটানো ও খেলাধুলা করা যাবে।
• সরকার মনে করছে লকডাউন শিথিল হলেও করোনার মাত্রা এখনো কমে নি।
• আইকেইএ’র ক্রেতারা তিন ঘন্টা দূরত্বের এক লাইনে দাঁড়ায়।
আজকের ব্রিফিং-এ আরো বলা হয়, করোনাভাইরাসের তিনটি মূল লক্ষণগুলির মধ্যে যে কোনও একটি রয়েছে – ক্রমাগত কাশি, জ্বর, বা ক্ষতি বা গন্ধ বা স্বাদ অনুভূতি পরিবর্তন – এনএইচএস ওয়েবসাইটে গিয়ে বা ১১৯ ডায়াল করে পরীক্ষার জন্য বুকিং দেয়া যাবে।
• ডেন্টিস্ট্রি পরের সপ্তাহে আবার শুরু হবে