ডেস্ক রিপোর্ট: ব্রিটেনে লকডাউনের মেয়াদ আরো তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব আজ বৃহস্পতিবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত সরকারের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ব্রিটেনে লকডাউন এর মেয়াদ কমপক্ষে আরো তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। তিনি বলেন পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকার মনে করছে লকডাউন শিথিল হলে তা জনস্বাস্থ্য এবং অর্থনীতির জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হতে পারে। তিনি বলেন আমরা এখনো কাঙ্খিত মাত্রায় সংক্রমণের হার কমিয়ে আনতে পারিনি। এই ঘোষণা এমন এক সময় আসলো যখন একদিনে ৮৬১ জনের মৃত্যুর ঘটনা ঘটে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৭২৯।
উল্লেখ্য গত ২৩ মার্চ যুক্তরাজ্যের সরকার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য মানুষকে ঘরে থাকার জন্য নানা বিধিনিষেধ আরোপ করে।