ডেস্ক রিপোর্ট: ব্রিটেনে টানা তিন দিন কমে আসার পর আবারো এক লাফে প্রায় দ্বিগুণ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার বেলা ৪টা পর্যন্ত) মৃত্যু হয়েছে ৮৭৩ জনের। এর আগে সোমবার দুপুর পর্যন্ত মৃত্যু হয়েছিল ৪৪৯ জনের। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৭৩৩৭ জন। গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যু হয়েছে ৭৭৮ জনের, স্কটল্যান্ডে ৭০, ওয়েলসে ২৫ জন এবং উত্তর আয়ারল্যান্ডে এখনো পর্যন্ত কোন মৃত্যুর পাওয়া যায়নি।
মোট হিসাব করলে দেখা যায় ৮৭৩ জনের মৃত্যু হয়েছে। ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড স্যোশাল কেয়ার দেয়া তথ্যমতে, গত সোমবার মৃত্যু হয়েছে ৪৪৯জন, রোববার মৃত্যু হয়েছিল ৫৯৬ জনের, শনিবার মৃত্যু হয়েছিল ৮৮৮জন, শুক্রবার ৮৪৭ জন। মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৭৩৩৭ জন।
এদিকে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩০১ জন। গতকাল সোমবার ছিল ৪৬৭৬ জন। গত রবিবার ছিল ৫৮৫০জন। মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ লাখ ২৯ হাজার ৪৪ জন।