স্ট্রেইট ডায়ালগ প্রতিবেদন: যুক্তরাজ্যের হেলথ সেক্রেটারি মেট হেনকক বলেছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের জন্য তাদের সরকার সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। মঙ্গলবার ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনে আয়োজিত প্রতিদিনের করোনা ব্রিফিংয়ে তিনি জানান এ পর্যন্ত ব্রিটেনে করোনা টেস্ট করা হয়েছে ৫৩৫ ৩৪২ এদের মধ্যে করোনা পজিটিভ পাওয়া যায় ১,২৯,০৪২ জনের। যার মধ্যে মঙ্গলবার পর্যন্ত ১৭৩৩৬ জন মারা যায়। বর্তমানে নর্দার্ন আয়ারল্যান্ড বাদে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭, ৬৮১ জন।
মঙ্গলবার ব্রিটিশ স্ট্যান্ডার্ড টাইম সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় টেস্ট করা হয়েছে ১৮,২০৬ যদিও সরকার বলেছে প্রায় ৪০ হাজার টেস্ট করার সুযোগ ও প্রস্তুতি তাদের ছিল।
হেলথ সেক্রেটারী জানান- ক্রিটিক্যাল রোগীদের সেবার জন্য এখনো এনএইচএসের কাছে অতিরিক্ত ২৯৬৩ টি ইনসেনটিভ কেয়ার বেড তৈরি আছে।