স্ট্রেইট ডায়ালগ প্রতিবেদন: ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ব্রিটেনে আরো ৭৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সব মিলিয়ে হাসপাতালে ১৮ হাজার ১০০ জন মৃত্যুবরণ করেছেন। খবর বিবিসির।
একই সময়ে অর্থাৎ বুধবার দুপুর পর্যন্ত নতুন করোনা রোগী সনাক্ত হয়েছ্ ৪, ৪৫১ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১,৩৩,৪৯৫।
বুধবার ব্রিটেন সরকারের নিয়মিত প্রেস ব্রিফিং-এ পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাব বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার অবসানের সাথে সাথে দ্বিতীয় দফায় সর্বোচ্চ মাত্রার ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দ্বিতীয় দফায় লকডাউনে অর্থনীতির দুরবস্থাকে দীর্ঘায়িত করবে।
এদিকে ইউকে’র চীফ মেডিক্যাল অফিসার প্রফেসর ক্রিস হুইটি বলেন, এটা ভাবা পুরোপুরি অবাস্তব যে জীবনযাত্রা খুব শিগগির স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
ডমিনিক রাব ৮ দিনের মধ্যে দিনে ১০০, ০০০ টেস্ট শুরু করার বিষয়টি পূণর্ব্যক্ত করেন।
প্রফেসর ক্রিস হুইটি বলেন আমাদেরকে দীর্ঘ সময়ের জন্য প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে কারণ এই দুর্যোগ স্বল্পসময়ে মোকাবেলা করা বা পরিস্থিতির খুব শিগগিরই স্বাভাবিক হয়ে আসার আশাবাদ খুবই ক্ষীণ। ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কারের মাধ্যমে এর থেকে বেরিয়ে আসার যে সুযোগ তাও যে আগামী বছর নাগাদ আমরা হাতে পাব তার সম্ভাবনাও খুব ক্ষীণ তিনি বলেন এই কারণে রোগটা এই রোগটা খুব শিগগির হারিয়ে যাবে না বা চলে যাচ্ছে না। তিনি বলেন আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে যে আমরা এমন একটা লোকের সাথে যুদ্ধ করছি আর বিশ্বব্যাপী যা দীর্ঘদিন ধরে আমাদের করে যেতে হবে। অফিসার হুইটি আরো বলেন মানুষের এটা ভাবা উচিত নয় যে হঠাৎ করে কোভিড১৯ সংক্রান্ত মৃত্যুর ঘটনা কমে আসবে।
ব্রিফিংয়ে যুক্তরাজ্যের চিফ ডিফেন্স অফ স্টাফ জেনারেল স্যার নিক কার্টারও বক্তব্য রাখেন।