করোনার লকডাউন নিযে পড়ছি এক বিরাট বিপদে।ইদানিং ইউকে তে লেসটার, এবারডিন শহরে মহামারী করোনা ব্যাপক হওয়াতেই আবার নতুন করে কঠোরভাবে লকডাউন করা হয়েছে। শুধু ইউকে তে না, পাশের দেশ ফ্রান্স, ইটালি, গ্রীসে চলছে একই সমস্যা।
এমনি তো আমি এশিয়ান বাংলাদেশী, তারপর তো বয়স ৭০ এর উপরে। তাই সরকার বারে বারে সাবধান করতেছে আমার মতন এশিয়ান ও বয়ষ্ক দের সাবধান থাকতে ও বাড়িতে লকডাউন হয়ে থাকতে। ডাক্তার রা সবসময় আমার শারীরিক অবস্থার খবর নিচ্ছে। আমার বয়সের যারা বন্ধু বান্ধব তারা সহজে কেউ বাড়ি থেকে নিতান্ত জরুরী ছাড়া বের হচ্ছে না। আমাকেও আমার বৌ, ছেলেমেয়েরা বাড়ির বাইরে যেতে মানা করতেছে। সেদিন বিবিসি তে এক প্রোগ্রাম দেখলাম, নাম দিযেছে ‘I want independence’ সেই বুড়া বুড়িদের নিযে অনুষ্ঠান। সব বুড়োবুড়ির একই অভিযোগ, তারা চায় স্বাধীনতা। করোনার জন্য তাদের ছেলে মেয়েরা তাদের সবাইকে ঘরবন্দী করে রেখেছে। এদের বেশীর ভাগ যদিও নানা রকম অসুখে ভূগছে। যাদের ডায়াবেটিক, বা যারা ক্যান্সার রোগে আক্রান্ত তাদেরকে নিযে হচ্ছে বিরাট সমস্যা।
এদের অভিযোগ একদিন তো তারা সবাই মারা যাবে , কিন্তু করোনা নিযে তাদের কে কেন কষ্ট দেওয়া হচ্ছে। তাদেরকে কেন সেই আগের মতন চলাফেরা করার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।তারা সবাই মিলে আবদার করছে তাদের সেই স্বাধীনতা ফিরিয়ে দিতে।
সরকার ও ডাক্তার দের মতে এ করোনার মহামারী হয়তো চলবে আরও এক বছর। চার মাস হয়ে গেলো, এই চার মাসে কোনদিন যেতে পারলাম না সমুদ্র সৈকতে, যেতে পারলাম না কোন সুপার মার্কেটে বাজার করতে, যেতে পারলাম না বেখেয়ালীভাবে ড্রাইভ করতে, পারলাম না কোন নতুন রিলিজ করা সিনেমা দেখতে, পারলাম না ইষ্ট লন্ডনে যেয়ে বন্ধুদের সংগে কোন এক রেষ্টুরেন্টে বসে কয়েক ঘন্টা আড্ডা দিতে, পারলাম না রেজার ইষ্টহামের বাসায় সামিম, ইমু, ইকবাল ও বাবুদের নিযে তাসের আড্ডায় গভীর রাত পর্যন্ত সময কাটাতে, পারছি না ভোভো করে টিউবে চড়ে উদ্দেশ্য বিহীনভাবে ঘুরতে, শুনতে পারছিনা সেই ফুটবল ও ক্রিকেট খেলার সময মাঠে ভরা দর্শকদের আওয়াজ, ধুমধাম করে আওয়াজ পাচ্ছি না প্রতি শুক্রবার ও শনিবার পাশের বাড়িতে পর্তুগাল ও বৃটিশ প্রতিবেশীর বারবিকিউ করার উৎসব , তাদের ছেলে মেয়ের চিৎকার । কেমন জানি সব নিশ্চুপ , সবাই যেন বিরাট এক আতংকে বসবাস করছি। এই মহামারী করোনাতে এখন সব যেন হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেলো।সারাদিন বাসায় থেকে মাঝে মাঝে জীবনটা যেন অতিষ্ঠ হয়ে চলছে। জানিনা, কবে নাগাদ ফিরে পাবো সেই পুরানো দিনগুলো। কবে নাগাদ ফিরে পাবো আবার স্বাধীনভাবে বেঁচে থাকার আমার স্বাধীনতা।
– ড: মামুন রহমান
যুক্তরাজ্য প্রবাসী লেখক পেশায় চাটার্ড একাউন্ট্যান্ট