আপনি করোনা আক্রান্ত হয়েছিলেন। সে সময়ে বুকের এক্সরে বা CT scan এ সমস্যা ছিল। করোণা থেকে আপনি মুক্তি পেয়েছেন এবং মাসখানেক সময় পারও হয়ে গেছে রোগ শুরু হওয়ার সময় থেকে। কিন্তু আপনি লক্ষ্য করছেন আপনি আর আগের মতো নেই, অল্পতেই হাঁপিয়ে উঠছেন, শ্বাসকষ্টটা আগের চেয়ে কম হলেও যেন রয়েই গেল। অথবা এক-দেড়-দুই মাস পর যদি পুনরায় আবার সিটিস্ক্যান করিয়ে থাকেন দেখা গেলো সেখানকার স্পটগুলি পুরোপুরি যায়নি, কবে যাবে বা আদৌ চলে যাবে কিনা সেটাও নিশ্চিত না।
ILD নামের ফুসফুসের এক ক্ষত রোগকে নতুন ভাবে নতুন ঘরানায় আবার পরিবেশন করতে যাচ্ছে এই করোনা। ফলোআপ CT scan এ অনেকের ফুসফুসের Spot গুলি clear হয়ে গেলেও কেউ কেউ কোভিড থেকে আরোগ্য লাভের পরেও ফুসফুসের ক্ষত থেকে মুক্তি পাচ্ছেন না। লক্ষণ ও সিটি স্ক্যানে ILD তে যা হয় করণা সংক্রমণ পরবর্তী ফুসফুসের জটিলতায় ঠিক তেমনটি পাওয়া যাচ্ছে। এ এক নতুন ফেনোমেনন, Post COVID-ILD বা scarring.
করোনায় আক্রান্ত হয়ে বেঁচে যাওয়া বা মরে যাওয়াটাই শেষ কথা নয়। এর মাঝে আরেকটা ধূসর area আছে যেখানে কারো কারো ফুসফুসে ক্ষত থেকেই যায়। হয়তো মাসের পর মাস, অথবা বছরের-পর-বছর।
রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ, এর তত্ত্বাবধানে অনলাইনে Post COVID Fibrosis Clinic এর কার্যক্রম চলছে।
COVID-19 থেকে আরোগ্য লাভের পরেও যাদের শ্বাসকষ্ট, কাশি কমছে না বা HRCT Chest এ (বুকের সিটি স্ক্যানে) abnormality থেকেই যাচ্ছে তারা নীচের মোবাইল নাম্বারে SMS বা WhatsApp এ মেসেজ বা ইমেইলের মাধ্যমে জানাবেন। ডিপার্টমেন্ট থেকে patient এর সাথে যোগাযোগ করা হবে।
উল্লেখ্য কনসালটেশন হবে অনলাইনে এবং সম্পূর্ণ বিনামূল্যে।
মোবাইল নম্বরটি কারো ব্যক্তিগত নয়, এটি ডিপার্টমেন্টের নাম্বার।
আপনার চেনাজানা এরূপ কোন রোগীকে নাম্বার ও তথ্যটি শেয়ার করার জন্য অনুরোধ করছি।
===
SMS/WhatsApp message: 01737287308
==
dpldclinicrmd@gmail.com
– ডা: আমিনুল ইসলাম, বিশেষজ্ঞ চিকিৎসক