নিজস্ব প্রতিবেদক ঢাকা থেকে
নয় মাসের উপর জেলে বন্দী ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় আটক লেখক মুশতাক আহমেদকে আর জামিনের জন্য আদালতে যেতে হবে না। গত বছরের মে মাস থেকে আটক লেখক মুশতাক আহমেদ বুধবার দিবাগত রাতে কাশিমপুর কারাগারে সব আইন আদালতের উর্ধ্বে চলে গেলেন। বিলম্বে প্রাপ্ত খবরে জানা যায়- কারাগার কর্তৃপক্ষ বলেছে কারাগারে তিনি অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বয়োবৃদ্ধ পিতামাতার একমাত্র সন্তান মুশতাক আহমেদ সোশ্যাল মিডিয়ায় নানা দুর্নীতি অনিয়ম নিয়ে লিখতেন। বিশেষ করে রম্যরচনার মত করে তিনি লিখতেন। গত বছর করোনা শুরু হলে এ সংক্রান্ত একটি তথ্য সমৃদ্ধ লেখা তিনি ফেইসবুকে লিখেন। সে লেখাটি তাঁর অনুমতি নিয়ে সোজা কথা ডটকমের পূর্ব সূরী স্ট্রেইট ডায়ালগ ডটকমে প্রকাশ করা হয়। তাঁর গ্রেফতার পরবর্তীতে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রেস স্টেটমেন্টে উল্লেখ করে সে লেখাটির কারণে তাঁকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আটক করা হয়েছে।
প্রিয় পাঠক সোজা কথা ডটকম লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছে। নাগরিক সমাজ সহ সমাজের সর্বস্তরের মানুষের এ রকম অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিরুদ্ধে নিজেদের জোরালো অবস্থান, বাক স্বাধীনতা সহ সকল গণতান্ত্রিক অধিকার ফিরে পাবার জন্য সম্ভবমত শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবার কোন বিকল্প নেই। একদিকে খুনিদের জামিন, সাজা মওকুফ হবে অন্যদিকে অনিয়মের বিরুদ্ধে কলম ধরার অপরাধে, এমনকী কার্টুন আঁকার অপরাধে মাসের পর মাস জেলে রাখা প্রমাণ করে দেশে এখন কী অবস্থা বিরাজ করছে।
যে লেখার জন্য লেখক মুশতাক আহমেদকে গ্রেফতার করা হয়েছে তার লিংক এখানে উৎসাহী পাঠকদের জন্য দেয়া হলো।
http://localhost/mytest/startup/details/1174/%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D/?fbclid=IwAR1yy9PVONfdvObQPevFc-daL4WtDSq7dJ8wh-GLlTxQy1nWwDCnMDyw3I0