আমরা নিরপেক্ষ বলে নিজেদের দাবি করি না। আমরা পক্ষপাতিত্ব করি তবে তা কোন দল গোষ্ঠীর পক্ষে নই। আমরা বলছি আমরা নিরপেক্ষ নই, মানুষের পক্ষে।
সোজা কথা ডটকম একটি অনলাইন নিউজ পোর্টাল। খবরের সাথে সাথে নানা বিশ্লেষণ, মতামত, কলাম আমরা প্রকাশ করে থাকি। সাথে সাথে আমাদের পোর্টাল থেকে সমসাময়িক বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি নিয়ে নিয়মিত কিছু লাইভ অনুষ্ঠান আমরা সম্প্রচার করে থাকি।
আমাদের সব কর্মকান্ডের একটা কেন্দ্রবিন্দু তার হলো মানুষ। বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষের মর্যাদা, স্বকীয়তা ও তাঁর মৌলিক অধিকারকে আমরা সমুন্নত, অর্জন কিংবা মানবিক মর্যাদা পাওয়া ও নির্যাতন থেকে রক্ষা পাবার অধিকারকে নিরংকুশ মনে করি। আমরা বিশ্বাস করি কোন নির্যাতন ও অধিকার হরণের পক্ষে কোন যুক্তি থাকতে পারে না।
পাঠক লেখক শুভানুধ্যায়ী সবার মিডিয়া হিসেবে আমরা বিকশিত হতে চাই। আমরা চাই পাঠক লিখবেন, পড়বেন, পরামর্শ দেবেন এবং আমাদের পাশে থেকে আমাদের সমৃদ্ধ হতে সহায়তা করবেন।
সবাই মিলে নিশ্চয়ই একদিন আমরা সক্ষম হবো এক মানবিক পৃথিবী গড়তে, যার কেন্দ্রবিন্দু এবং একমাত্র বিবেচনায় থাকবে মানুষ এবং মানুষের অধিকার।