বাংলাদেশের একজন ডাক্তারের কাছ থেকে যে মানুষ কি আশা করে বুঝি না। ভাই, ডাক্তারকে পিশাচ, কসাই বানানোর দরকার নাই, হিরো বানানোরও দরকার নাই। ডাক্তারকে ডাক্তারের কাজ করতে দেন।
কুয়েত মৈত্রী হাসপাতালের ছয়জন ডাক্তারকে সাময়িক বরখাস্ত করার খবরে উল্লসিত হইতে পারেন। মনে হইতে পারে উচিত বিচার হইছে। কিন্তু ডাক্তার যদি আনসেইফ ফিল করে তাহলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী অধিকার আছে চিকিৎসা থেকে বিরত থাকার।
হ্যাঁ, আপনার কাছে অনেক অমানবিক মনে হইতে পারে, যেখানে একজন মানুষের জীবন মরণের প্রশ্ন, সেখানে একজন ডাক্তার কিভাবে সাহায্য না করে থাকতে পারে? আপনি হয়তো আমাকে এই কথাও বলতেছেন হইতো আপনের কেউ তখন দেখা যাইতো এতো বড় বড় কথা কই যায়। ভাই, আপনিও ডাক্তার না, আমিও না, ডাক্তার কি অবস্থায় আছে, ডে-টু-ডে কি ফেইস করতেছে, কে কয়জন জানি?
শোনেন আর একটা কথা বলি, এই দেশে কোন অভিজাত পেশায়, আমলা, পুলিশ, শিক্ষকতা, ইঞ্জিনিয়ার কোথায় সততা, নিষ্ঠা আছে? আপনে এখন হঠাৎ কইরে ডাক্তার নিয়ে পড়লে তো হইবো না।
ডাক্তারকে গালি দেয়া অনেক সহজ। কিন্তু সেই রাজনৈতিক শক্তির মা-বাবাকে কিচ্ছু বলার মুরোদ কি আপনার আছে? বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, যেই রাজনৈতিক সংস্কৃতি দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ এই দেশে এক জবাবদিহিহীনতা আর বিচারহীনতার সংস্কৃতি জিইয়ে রেখেছে, তাকে প্রশ্ন করেন।
এতদিন পরে ডাক্তারকে বললেন হবে আপনারা ঠিকমত কাজ করেন না কেন? কে এই দেশে কবে ঠিক মত কাজ করছে? সব জায়গায় দিনে রাতে অবিচার, অন্যায়, অযোগ্য লোকেদের উত্থান, আস্ফালন আর যোগ্যদের অবমূল্যায়ন আর পতন। এইসব দেখে কোন পেশায় থাকতে পারে ভাল কাজ করার স্পৃহা?
এর মধ্যে যে কিছু ডাক্তার আমরা পাচ্ছি যারা এখনও কাজ করছে যথা সম্ভব চেষ্টা করছে, সেইটাই অনেক বড়। সব প্রতিষ্ঠান, সব মূল্যবোধ ধ্বংস করে এখন যত দোষ ডাক্তার ঘোষ কইলে হইবো না।
আমরা কেউ ভাল না, কেউ ফেরেশতা না, সবাই একটা পচে গলে দুর্গন্ধ বের হওয়া যায় এক শাসন ব্যবস্থায় আছি। এর মধ্যে একজন আরেকজনরে গালি দিয়া পরিবেশ আরো বিষাক্ত কইরেন না।
গালি যদি দিতেই হয় তাহলে এক কাজ করেন। আগে প্রশ্ন করে জেনে নেন কে দিয়েছে, কে করেছে, কে এনেছে, এই অসহ্য, নোংরা, পচে যাওয়া, ধ্বসে যাওয়া সমাজ, শিক্ষা আর স্বাস্থ্য ব্যবস্থা?
তারপর সাহস থাকলে তাকে মনের সুখে গালি দেন। আমিও তখন আপনার সাথে জয়েন দিবো।
** ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদি’র ফেইসবুক পোস্ট ১৩ এপ্রিল ২০২০