বিশেষ প্রতিবেদন: আজ ১১ জুন। স্ট্রেইট ডায়ালগ পত্রিকার নিয়মিত লেখক মাসকাওয়াথ আহসানের জন্মদিন। আজ থেকে ৫০ বছর আগে এই দিনে রাজশাহী হাসপাতালে তাঁর জন্ম হয়েছিল।
মাসকাওয়াথ আহসান তাঁর নানা মাত্রিক লেখা দিয়ে প্রতিনিয়ত পাঠককে সমৃদ্ধ করে চলেছেন।
‘শিল্পের জন্য শিল্প নয়, সমাজ-রাজনৈতিক উত্তরণের জন্য শিল্প’ এই ভাবনাটিই মাসকাওয়াথ আহসানের লেখালেখির প্রণোদনা। নাগরিক বিচ্ছিন্নতার বিচূর্ণীভাবনার গদ্য ‘বিষণ্ণতার শহর’-এর মাঝ দিয়েই লেখকের প্রকাশনার অভিষেক ঘটে। একটি পাঠক সমাজ তৈরি হয় যারা নাগরিক জীবনের ফাপা কোলাহলে বসে জীবনের গভীরের জীবনকে দেখতে লেখককে উদ্দীপ্ত করে। ‘মৃত্যুর শহর’ আর ‘আকাংক্ষার শহর’ নামের দুটি উপন্যাসে লেখক খুঁজতে থাকেন নাগরিক জীবনে আত্মপরিচয়ের সংকটের শেকড়গুলো। মুক্তিযুদ্ধের শিশু উপন্যাস ‘কাঠবন্দুক অলার গল্প’ এবং বিতর্কের ইতিহাসভিত্তিক গবেষণা গ্রন্থ ‘বিতর্কের ধ্রুপদী উতস’ লেখকের ঢাকা পর্বের আরো দুটি উল্লেখযোগ্য গ্রন্থ। এসময় তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের সদস্য হিসেবে সরকারী গণমাধ্যমে কর্মরত ছিলেন। ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে একইসঙ্গে রেডিও ও টেলিভিশনে কাজ করেন। নাইন ইলেভেনের টুইন টাওয়ার ট্র্যাজেডির পর বদলে যাওয়া বিশ্বমনোজগত লেখকের পরবর্তী অনুসন্ধানের বিষয়।
জার্মানির কোলন-বন পর্বে লেখা উপন্যাস ‘ওপারে ভাসালে ভেলা’, ‘সতত হে নদ’, ‘অদ্ভুত আঁধার এক’, ‘পরাজিত মেঘদল’ আমাদের যাপিত জীবনে বৈশ্বিক সমাজ-রাজনৈতিক অভিঘাতগুলোতে স্পষ্ট করে তোলে। এ সময়ে তিনি ‘মঙ্গা ক্যারাভান’ নামে একটি ইংরেজি গল্পগ্রন্থ লেখেন। এরপর প্রকাশিত হয় ডিজিটাল ডায়েরি সংকলন ‘দুই শালিকের দেশ’। জার্মানির আন্তর্জাতিক বেতার সংস্থায় সম্পাদক ও ইন্টারন্যাশনাল ব্রডকাস্টার হিসেবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতার অভিজ্ঞতা তাঁর লেখালেখিকে ঋদ্ধ করেছে।
আন্তর্জাতিক সন্ত্রাসবাদের শেকড় খুঁজতে এরপর লেখক পাকিস্তানের করাচিতে সাংবাদিকতা ও সাংবাদিকতা শিক্ষকতার কাজ শুরু করেন। পাকিস্তানের সর্বাধিক শ্রুত একটি রেডিও চ্যানেলে প্রতিষ্ঠা করেন ‘বাংলা সার্ভিস’। সংলাপের মাধ্যমে সংঘর্ষ প্রশমনের লক্ষ্যে উদ্যোগ নেন ই-সাউথ এশিয়া ওয়েব টিভির। করাচি পর্বে লেখা উপন্যাস ‘প্যাসেজ টু হেভেন’-এর উপজীব্য তাই দক্ষিণ এশিয়ার সমাজ রাজনীতি। সম্প্রতি তাঁর একটি তীর্যক গল্প সংকলন ‘ধামাচাপাচরিতম’ প্রকাশিত হয়েছে।
মাসকাওয়াথ আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এরপর উচ্চতর শিক্ষা নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। তিনি একাডেমিক সাফল্যের জন্য ‘চ্যান্সেলর পুরস্কার’,বিতর্কে সুকৃতির জন্য ‘জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ানশিপ’ এওয়ার্ড লাভ করেছেন। সাংবাদিক হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে সিনিয়র প্রফেশনালদের উদ্ভাবনী প্রতিযোগিতায় ‘সমাজ-রাজনৈতিক উত্তরণে বিতর্ক’ বিষয়ক গবেষণার স্বীকৃতি হিসেবে কমনওয়েলথ ফেলোশিপ এওয়ার্ড পেয়েছেন।
৫০- এ পা দেয়ার এই মাহেন্দ্রক্ষণে মাসকাওয়াথ আহসানকে স্ট্রেইট ডায়ালগ ডটকম পরিবারের পক্ষ থেকে আমাদের অকৃত্রিম অভিনন্দন।