আমাকে চিনস ???? কথাটা শুধু পুলিস, মাস্তান, কর্মকর্তাদের নয় ৷ নিজেকে সবার উপরে দেখানোর এক প্রাচীন, নিকৃষ্ট ইতর প্রবনতা ৷ সুযোগ পেলে আমি আপনি সবাই প্রয়োগ করি ৷ যে কোন পরিস্হিতিতে তা ব্যবহার করে সুফল পেতেও পারেন ৷
পুলিশকে চেনা খুব সহজ তার পোষাক ও হাতের বন্ধুক দেখে ৷ সেটা দেখে ভয় ও শ্রদ্ধা ( ???? ) দুটোই পেতে হয় ৷ বিপদে ও আপদে পুলিশ ছাড়া চলবে ? তবুও পুলিশ আপনাকে কড়কে দেবার জন্য প্রথম যে ডায়লোগ দিবে তা হচ্ছে ‘আমাকে চিনস’।
আপনি দুর্নিতীকে ঘৃণা করেন, তার বিরুদ্ধে সোচ্চার কিন্তু যদি বাসায় পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে যায় ,আপনি বাধ্য হন টাকা দিতে ৷ কারণ চিকিৎসা অথবা জরুরীভাবে আপনার বিদেশ যাওয়া দরকার ৷ হয়ত সেটা সুশাসনের জন্য কোন সেমিনার ! কি করবেন তখন ?
টেবিলের তলায় স্লিপ দেখে জামিন, রিমান্ড অথবা সাজা নির্ধারণ হয়ে থাকে ৷ খুব প্রচলিত কথা আদালত পাড়ায় ৷ কার সাথে কার লাইন ভাল, তা দেখে উকিল নির্ধারণ করাটা অতি বুদ্ধিমানের কাজ ৷ ব্যক্তিক্রম দেখেছেন কেউ ? আদালতের বারান্দা দিয়ে হাটলেই কানে আসবে, কারো কাছে জিজ্ঞাসার দরকার নেই ৷ কি করবেন ? আপনার ছেলেকে ইয়াবার কেস দিয়ে আগের রাতে থানায় নিয়ে গেছে ৷ তখন সুশাসন নিয়ে ভাববেন না ছেলেকে জরুরীভাবে জামিন করাবেন ?
ডাক্তার কে উন্নত দেশে সেকেন্ড গড বলা হয়ে থাকে ৷ আর আমাদের বর্তমান চিত্রটা ভেবে দেখুন ৷ দীর্ঘ সিরিয়াল, কখন দেখবেন , দেখলে কতটুকু সময় নিয়ে দেখবেন , আদৌ ভাল হবেনকি ? আপনি নিজেও জানেননা ৷ একগাদা টেস্ট করানো হল, ফলাফল নিম্নচাপ আপনার অর্থের ৷ ডাক্তার কমিশন ঠিকই পেল অথচ ফলাফল যাহা পূর্বং তাহাই পরং I
এর ব্যতিক্রম কি নাই ? অবশ্যই আছে ৷ কিন্তু একটি পেশার উল্লেখযোগ্য অংশ যখন এই পাপের খেলার অংশীদার হয়ে যায় তখন খারাপটাই চোখে পড়ে আর আলোচনায় আসে ৷ কথা আছেনা ‘একজনের পাপে দশজন পোড়ে ‘ ৷
কোথায় যাবেন ?
দীর্ঘ পঞ্চাশ বছরে ক্যাডার সার্ভিসের নামে মেধাবীরা (?) আইন, প্রশাসন ,পুলিশ ,ডাক্তার সহ সকল সিদ্ধান্তই তারা নিয়েছেন ৷
যদি ভাল হত, তাহলে তারাই কৃতিত্ব নিতেন ৷ আর খারাপ হলে তারা নিবেননা কেন ?
এবার আসেন মূল প্রশ্নে ?
একটি দেশের সামগ্রীক কাঠামোর চরিত্র নির্ধারণ হয় সে দেশের রাজনৈতিক ব্যবস্থার উপর ৷ কোন দলটি ক্ষমতায় ছিল, তাদের রাজনৈতিক কর্মসূচী কি ছিল সেটি বিবেচনায় না এনে, সারাদিন অপ্রয়োজনীয় বিতর্ক করার মজা পাওয়া যায় কিন্তু সমাধান কি পেয়েছেন ৷ ফেসবুকে আপনি সাংবাদিক , সম্পাদক , প্রকাশক , সমালোচক, তাহলে আপনার কাঙ্খিত রাজনৈতিক কাঠামো তৈরী হলনা কেন ? এক ইস্যুকে আরেক ইস্যু দিয়ে ঢেকে দেয়ার কূট খেলায় আপনার উচ্ছাসপূর্ণ আগ্রহী অংশগ্রহনে লাভটা কার হয়েছে বুঝতে পারেন ? দ্রবমূল্য লাগাম ছাড়া, যাতায়াত, বাড়ীভাড়া, চিকিৎসা,শিক্ষা সহ কোন হিসাবটা আপনার আয়ের সাথে সঙ্গতীপূর্ণ হয়েছে ?
একদিকে রাষ্ট্র চলছে জবাবদিহীহীনতার পৃষ্ঠপোষকতায়,আপনি তার নীরব দর্শক ৷ প্রতিবাদ নেই, প্রতিরোধ ত দূরের কথা ৷ কালাকানুন আর বিদেশী শক্তির মদদে ক্ষমতায় টিকে থাকার খেলাতে নীরব দর্শক হয়ে সঙ্গ দিলে যা হচ্ছে তা আরও বেশী হবে ৷
গতকালের ঘটনায়, সবাই সবাইকে চেনাতে চেয়েছে ৷ কেউ তার দায়িত্বের কথা বলেনি ৷ রাজপথের এই উন্মত্ত, অসুস্থ ক্ষমতার খেলায় হেরেছে মুক্তিযোদ্ধা আর মুক্তিযুদ্ধর আকাঙ্খার ৷ সাম্য , সামাজিক ন্যায়বিচার আর মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এদেশটা গড়ে উঠলে বলতে হতনা “আমাকে চিনস ” নামক অশ্লীল ও ইতর শব্দমালা ৷
– ইফতেখার আহমেদ বাবু, সোশ্যাল এক্টিভিস্ট