#কোভিড_১৯_একটা_সংক্রামক_রোগ।
#যা_ছড়ানোর_একমাত্র_মাধ্যম_মানুষ_থেকে_মানুষে।
দ্বিতীয় ঢেউ 2nd wave শুরু হয়েছে, যার পরিনতি আরও ভয়াবহ হবে বলেই ধারনা করা হচ্ছে।
কিছুদিন আগে আমার এক পরিচিত বাংলাদেশ থেকে সৌদীতে ফিরলেন। দেখি ফিরেই বিভিন্ন পার্টি করে বেড়াচ্ছেন। তারপরেই হাসপাতালে। এখন কঠিন সময় পার করছেন। দোয়া করি সুস্হ হয়ে উঠেন !!
👀
কিন্ত আমার বলার উদ্দেশ্য এই যে, করোনাকালীন সময়ে বাইরে চলাফেরা করাটাই যেখানে ঠিক নয়, সেখানে কমপক্ষে তিনটা এয়ারপোর্ট অতিক্রম করে তবেই ফিরতে হয়েছে।
👀
আবার জমায়েত করাটা যেখানে অন্যায়, সেখানে পার্টি করে বেড়াচ্ছেন। আরও ভয়ংকর কথা যে রাস্তায় সুন্দরভাবে মাস্ক পড়ে বের হলেও জমায়েতে ঢুকেই মাস্কটা সরিয়ে নিচ্ছেন। কথা বলার সময় মাস্ক সরিয়ে কথা বলছেন। রাস্তায় পুলিশের ভয়, জীবনের জন্যে কোন ভয় নেই।
👀
তাহলে অর্থ কি দাঁড়ালো ⁉️
হাসপাতালের আই সি ইউ বেড।
👀
ঐ জমায়েত থেকে আরও কয়েকজন আক্রান্ত হবে না?
অবশ্যই হবে। আল্লাহ এখানে মাফ করবেন না।
কারণ তিঁনি কিন্ত সমাধান দিয়ে দিয়েছেন। যদি আমরা না মেনে চলি, তখন কি আমরা মাফ পাবো ⁉️
👀
হয়ত আজ আপনার অবহেলার জন্যে অথবা অতি মাত্রায় স্মার্টনেস দেখানোর কারণে যদি অন্য কেউ আক্রান্ত হয়, তবে এর দায় দায়িত্ব কে নিবে ? আপনি কি অন্যায়ের ভাগীদার হবেন না ⁉️
👀
হ্যাঁ বিশ্বের অন্যান্য জায়গা সহ বাংলাদেশেও দেখছি, অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। করলেও কথা বলার সময়ে মাস্ক টা নাক মুখ থেকে সরিয়ে কথা বলছেন।
যাতায়াতের কোন কমতি নেই। অফিসে ঠিকমত না গেলেও, অফিস ফাঁকি দিলেও, পার্কে, রেস্টুরেন্টে, বন্ধু আড্ডায় এখানে সেখানে ঠিকই ই ঘুরে বেড়াচ্ছেন। পার্টি করে বেড়াচ্ছেন। যেটা কোন ভাবেই জরুরী নয়, সম্পূর্ন অপ্রয়োজনীয়। জীবনকে বাঁচিয়ে রাখাই যেখানে কঠিন, সেখানে অপ্রয়োজনীয় অনুষ্ঠানাদি বা অকারণে ঘুরাঘুরি বন্ধ করা উচিত।
👀
আপনি না শিক্ষিত, সমাজের একজন উঁচু দরের মানুষ ! তবে কেন এগুলো করছেন ? যে জীবন দান করবার কোন ক্ষমতা আপনার নেই, তবে কেন নিজের এবং অন্যের জীবনকে হুমকির মধ্যে ঠেলে দিচ্ছেন ⁉️ আপনি একটু চেষ্টা করলেই কিন্ত পারেন।
👀
আমরা সারা দিনরাত কষ্ট করে যাচ্ছি, রোগীকে বাঁচাতে। যেন আক্রান্ত আর না হয়। যেন আর একটাও প্রাণহানী না হয়। আর আপনারা রোগটাকে নির্দ্বিধায় ছড়িয়ে বেড়াচ্ছেন ! মানুষকে অসুস্হতায় ভোগাতে, মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন !
কিন্ত কেন ⁉️
👀
একটু ভাবুন💅🏻 আবার একটু ভাবুন💅🏻 বারবার একটু ভাবুন💅🏻
বি: দ্র: সবাইকে মাস্ক পড়তেই হবে। যতদিন না ভ্যাক্সিন বের হয়, ততদিন নিয়মগুলো আপনাকে আমাকে মেনে চলতেই হবে।
– ডা: বতুল রহমান, সৌদী প্রবাসী চিকিৎসক