ডেস্ক রিপোর্ট: করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে দেশে ৫ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় নতুন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৬৪ জন। নতুন করে সুস্থ হয়েছেন ১০ জন।
ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১৫২ জন। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১২ জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৪০১জনকে।
এদিকে বুধবার ব্রিটিশ সরকারের নিয়মিত প্রেস ব্রিফিং-এ জানানো হয়- এতদিন পর্যন্ত টেস্ট হয়েছে ৮ লাখ ১৮ হাজার ৫৩৯, এরমধ্যে করোনা পজেটিভ হয়েছে ৬৫ হাজার ২২১। গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট হয়েছে ৫২ হাজার ৪২৯। গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৪০৭৬।
বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন দৈনিক সংবাদ বুলেটিনে এসব তথ্য জানানো হয়- এক লাখের বেশি কিট মজুত আছে এবং আরও কিট কেনার প্রক্রিয়া চলছে। কোনো দেশ একসঙ্গে ২০ হাজারের বেশি কিট দিতে চায় না। সব দেশেই কিটের চাহিদা আছে। তারপরও চাহিদাপত্র দেওয়া আছে এবং কেনার প্রক্রিয়া চলমান।
এর আগে গতকাল বুধবার ৬৪১ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। ৮ জনের মারা যাওয়ার কথা জানানো হয়।
এর মধ্য দিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৯১৩ জন। নতুন করে সুস্থ হয়েছেন ৯ জন। সব মিলিয়ে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১৩১ জন। তবে বাসায় থেকে চিকিৎসা নেওয়া রোগীদের সুস্থ হওয়ার তথ্য এখানে নেই। যদিও প্রায় ৭৯ শতাংশ রোগী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।