ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৬৮৮ জন। এর মধ্য দিয়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়াল। এ নিয়ে সর্বমোট আক্রান্ত শনাক্তের সংখ্যা ১০ হাজার ১৪৩ জন।নতুন করে সুস্থ হয়েছেন ১৪৭ জন।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভিডিও বুলেটিনে এসব তথ্য জানানো হয়। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনই পুরুষ। তাদের মধ্যে ৩ জন ঢাকার বাসিন্দা। অন্য দুজন সিলেট ও ময়মনসিংহের।