ডেস্ক রিপোর্ট: সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) ফাউন্ডার প্রেসিডেন্ট সুলতানা কামাল সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে হাতকড়া পরিয়ে আদালতে আনাকে অনাকাংখিত বলে উল্লেখ করে অবিলম্বে সাংবাদিক কাজলের মুক্তি দাবী করে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মন্ত্রীর কাছে একটি চিঠি দিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়- ৫৩ দিন নিখোঁজ থাকার পর গত ৪ মে, বেনাপোল সীমান্তের কাছে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে পাওয়া যাওয়ায় তাঁর পরিবারের সদস ̈রাও তাঁকে শিঘ্রই নিজেদের মাঝে ফিরে পাবার আশা করেছিল। কিন্তু অনুপ্রবেশের মামলায় জামিন পেলেও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ২০১৮ এর আওতায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে এই যুক্তিতে তাঁকে আবারো ৫৪ ধারায় আটক করা হয়। তাঁকে হাতকড়া পরিয়ে আদালতে আনা হয় যা অনাকাংখিত ছিল।
জানা গেছে প্রাথমিকভাবে তাঁকে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। কিন্তু জেলে এ ধরণের কোয়ারেন্টিনে রাখার পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। এমএসএফ মনে করে, এর মাধ্যমে কাজলের ̄স্বাস্থ্য ’চরম ঝুঁকির মধ্যে’ আছে।
চিঠিতে তিনি আরো বলেন- অপরদিকে করোনাভাইরাস মহামারীর এ সময়ে আদালতের কার্যক্রম সীমিত থাকায় তাঁর মুক্তি পাওয়ার বিষয়টি দীর্ঘসুত্রিতার মধ্যে পড়ে গেছে। তিনি অবিলম্বে সাংবাদিক কাজলের মুক্তি দাবী করে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।