ডেস্ক রিপোর্ট: অবশেষে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সদ্য প্রয়াত
ড: সা‘দত হুসাইনের স্ত্রী শাহানা চৌধুরীও তাঁর মৃত্যুর ২০ দিনের মাথায় স্বামীর মত পৃথিবী ছেড়ে চলে গেলেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। গতকাল বাংলাদেশ সময় রাত ১০ টায় মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। শাহানা চৌধুরী এক সময় তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন।
ড: শাহাদাত হোসেনের ভ্রাতুস্পু্ত্র আহমেদ আমান মাসুদ স্ট্রেইট ডায়ালগকে জানান- তাঁর চাচীর শ্বাসকষ্ট সমস্যা অনেক আগে থেকেই ছিল। কিন্তু তিনি মূলত: হৃদরোগ আর কিডনি সমস্যার কারণে মারা গেছেন।
ড: শাহাদাত হোসেনের মৃত্যুর কারণ সম্পর্কে তিনি জানান রক্তে প্রদাহজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে বা করোনার উপসর্গ নিয়ে দুজনেরই মৃত্যু হয়েছে মর্মে কয়েকটি মিডিয়ায় সংবাদ প্রকাশ ও সেই সূত্রে ব্যাপক গুঞ্জন শোনা গেছে।
এদিকে আজ বুধবার বাদ জোহর শাহানা চৌধুরীর স্বামী ড. সা‘দত হুসাইনের কবরের পাশে রাজধানীর নিকুঞ্জ -১ কবরস্থানে দাফন করা হয়েছে।
স্ট্রেইট ডায়ালগ পরিবারের শোক
স্বামীর মৃত্যুর ২০ দিনের মাথায় প্রয়াত ড. সা‘দত হুসাইনের স্ত্রী শাহানা চৌধুরীর ইন্তেকালে স্ট্রেইট ডায়ালগের সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলে গভীর শোক প্রকাশ করেছে।
স্ট্রেইট ডায়ালগ পরিবার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেছে।