ডেস্ক রিপোর্ট : ন্যাশনাল এডুকেশন ইউনিয়ন(এনইইউ) তার সদস্যদের সোমবার প্রধানমন্ত্রী বরিস জনসনের ঘোষিত জুনে স্কুল খুলে দেয়ার পরিকল্পনার সঙ্গে নিজেদের যুক্ত না করার বিষয়ে সতর্ক করে দিয়েছে।
এনএএইচটি’র সাধারণ সম্পাদক পল হোয়াইটম্যান জানান, আসল বিষয় হচ্ছে যে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাশ নেয়ার মতো পর্যাপ্ত শ্রেণীকক্ষ স্কুলগুলোতে নেই। সোমবার ন্যাশনাল এডুকেশন ইউনিয়ন(এনইইউ) পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে, ৮৫ শতাংশ শিক্ষক জুনে স্কুল খুলে দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার বিরুদ্ধে।
প্রধান শিক্ষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যদি মনে করেন নিরাপত্তা নিশ্চিত না করা সম্ভব নয় তাহলে সরকারি নির্দেশ সত্বেও স্কুল বন্ধ রাখার অধিকার তাদের রয়েছে।