ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ লাখ ৫৮ হাজার ৯২২ জন। মারা গেছেন ৩ লাখ ৬৭ হাজার ৪০৪ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৩ হাজার ৯৫৪ জনের। সুস্থ হয়েছেন ২৬ লাখ ৫৯ হাজার ২৬০ জন।
সংক্রমণ দেখা দেয়ার সাড়ে ৫ মাসেরও কম সময়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে। মৃত্যুও সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ১৬ হাজার ৩০৪ জন। মারা গেছেন ৫ হাজার ৮৭০, যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৫ হাজার ২৮৩ জন।
বিশ্বে করোনায় আক্রান্ত ও প্রাণহানিতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২২৫ জন।
এদিকে বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৬১০ জন কোভিড রোগীর মৃত্যু হলো।
এই সময়ে ১ হাজার ৭৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৪৪ হাজার ৬৮৪ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন এবং মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৭৫ জন।