সোজা কথা ডেস্ক রিপোর্ট: করোনায় আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বাহিনীর বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ আনসার সদস্য করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে আনসার বাহিনীতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৯৫ জনে। এখন পর্যন্ত মোট আক্রান্তের ৩২৪ জনই সুস্থ হয়েছেন।
সোমবার (২২ জুন) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, সোমবার (২২ জুন) বিকেল ৪টা পর্যন্ত নতুন ১৭ জনসহ মোট ৫৯৫ জন সদস্য ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে রয়েছেন কর্মকর্তা ৬ জন, ব্যাটালিয়ন আনসার ১৯৩ জন, মহিলা আনসার ৩ জন, সাধারণ আনসার ৩৭৪ জন, কর্মচারী ৫ জন, ভিডিপি সদস্য ৪ জন, বিশেষ আনসার ৩ জন, উপজেলা প্রশিক্ষক ২ জন, উপজেলা প্রশিক্ষিকা ১ জন এবং হিল আনসার ৪ জন। এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৩৯৩ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়েছেন ২০২ জন।
এ পর্যন্ত কর্মকর্তাসহ মোট ৩২৪ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৫৪ শতাংশের চেয়ে বেশি। সুস্থ হয়েছেন কর্মকর্তা ২ জন, ব্যাটালিয়ন আনসার ৯৪ জন, সাধারণ আনসার ২১৯ জন, কর্মচারী ২ জন, মহিলা আনসার ২ জন, ভিডিপি সদস্য ১ জন, উপজেলা আনসার কমান্ডার ১ জন এবং বিশেষ আনসার ৩ জন।
করোনা আক্রান্ত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫২ জন সদস্য। করোনায় আক্রান্ত হয়ে ৩ জন এ পর্যন্ত আনসার বাহিনীতে মৃত্যুবরণ করেছেন।