ডেস্ক রিপোর্ট: ফ্রান্সের স্থানীয় সরকার (মিউনিসিপ্যাল) নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে অংশগ্রহণকারী ১২ বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসি নাগরিকদের মধ্যে ৪ জন কমিশনার প্যানেল নির্বাচনে বিজয়ী হয়েছে।
এ পর্যায়ে দুই ধাপে ভোট গ্রহণ করা হয়। প্রথম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হয় গত ১৫ ই মার্চ । দ্বিতীয় দফা ২২ শে মার্চে নির্ধারিত ভোট গ্রহণ করোনা ভাইরাস সংক্রমণের কারণে স্থগিত করেছিল সরকার । করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর স্থগিত হওয়া নির্বাচন গত ২৮ শে জুন রবিবার অনুষ্ঠিত হয় ।
এই নির্বাচনে ভিন্ন ভিন্ন প্যানেল থেকে ৪ বাংলাদেশীদের জয়লাভ করেন । তারা হলেন- শারমিন হক আব্দুল্লাহ, সরুফ ছদিওল, মোঃ রেজাউল করিম ও রাব্বানী খাঁন।
ফ্রান্সের স্থানীয় সরকার নির্বাচনে মেয়র প্রার্থীগণ মোট কাউন্সিলরের সংখ্যার চেয়ে অধিক সংখ্যক কাউন্সিলর প্যানেল ঘোষণা করে নির্বাচন করেন । ফ্রান্সের স্থানীয় সরকার নির্বাচনে ভোটাররা শুধুমাত্র মেয়রকেই ভোট দিয়ে থাকেন অর্থাৎ মেয়র নির্বাচিত হলেই কাউন্সিলরগণ নির্বাচিত হয়ে থাকেন । তবে বিরোধী দল থেকেও ভোটের প্রাপ্ত শতাংশ অনুসারে কাউন্সিলর নিতে হয় মেয়রকে । নির্বাচিত মেয়র তার পূর্ণ প্যানেল ঘোষণার পর অপেক্ষমান তালিকায় থাকা নির্বাচিতরা মেয়র ঘোষিত কাউন্সিলের কেউ পদত্যাগ করলে বা মারা গেলে কাউন্সিল হতে পারবে।