সোজাকথা ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার সিভিল এভিয়েশন অথরিটি (সিএএএম) বিভিন্ন আঞ্চলিক বিমান সংস্থায় নিযুক্ত পাকিস্তানী পাইলটদের ‘সাময়িকভাবে’ স্থগিত করার ঘোষণা দিয়েছে। ২৫০ জনেরও বেশি পাইলটের “সন্দেহজনক” লাইসেন্স আছে বৃহস্পতিবার পাকিস্তানের বিমানমন্ত্রীর এমন দাবির পরে সর্বশেষ এ ঘটনা ঘটলো।
এর আগে এসব পাইলটদের অনেকের যোগ্যতা নিয়ে সন্দেহ করার মতো তথ্য দক্ষিণ এশীয় দেশটির সরকারের হাতে পৌঁছায়।
এক বিবৃতিতে মালয়েশিয়ার বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (সিএএএম) বৃহস্পতিবার বলছে, মালয়েশিয়ার সব বিদেশি পাইলটদের যোগ্যতা মূল্যায়নের পরেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বলছে, মালয়েশিয়ার ২০ জনের কমসংখ্যক পাকিস্তানি পাইলট আছে। যোগ্যতা নিয়ে জালিয়াতি ধরা পড়ায় এক-তৃতীয়াংশ পাইলটকে বিমান নিয়ে আকাশে উড়তে নিষেধ করে দিয়েছে পাকিস্তান। দেশটিতে ৮৬০ পাইলট আছেন, যাদের মধ্যে ১০৭ জন বিদেশি এয়ারলাইনসে কাজ করেন।
মালয়েশিয়ার সিদ্ধান্তের পর পাকিস্তান বিমান চালকদের নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশ পাকিস্তানী পাইলটদের বিমান চালাতে বারণ করে দিয়েছে। তাদের যোগ্যতার সত্যাসত্য নির্ধারণেরও উদ্যোগ নেয়া হয়েছে।