সোজা কথা ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সংক্রমণ বৃদ্ধি পেয়ে বর্তমানে বিশ্বে ৫ম স্থানে উঠে আসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও আশংকা ও উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করে বলেছে, দক্ষিণ আফ্রিকার সরকার যদি লকডাউন আইন আরও কঠিন এবং নজরদারি বৃদ্ধি না করে তাহলে মহামারী ভয়াবহ আকার ধারণ করবে।
ডব্লিউএইচও বলেছে, মহাদেশের অন্যান্য দেশ বোতসোয়ানা, কেনিয়া, নামিবিয়া, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে, লেসোথোতেও গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে উল্লেখযোগ্য হারে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা আরও বেশি সতর্ক না হলে আগামীতে কঠিন পরিস্থিতি হবে।
ডব্লিউএইচওর বিশেষজ্ঞ মাইক রায়ান এক সংবাদ সম্মেলনে সোমবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে সংক্রমণের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
এমন কি আশপাশের দেশগুলোতেও সংক্রমণ খুবই নগণ্য। দক্ষিণ আফ্রিকা দুর্ভাগ্যক্রমে ইউরোপ আমেরিকার উত্তরসূরী- হতে পারে, আফ্রিকার অন্য অংশগুলোতে কি ঘটবে সে সম্পর্কে দক্ষিণ আফ্রিকা একটি সতর্কতার দৃষ্টান্ত হতে পারে। সুতরাং আমি মনে করি এটি কেবল দক্ষিণ আফ্রিকার জন্য হুমকি নয়, গোটা আফ্রিকার জন্য হুমকি। সুতরাং দক্ষিণ আফ্রিকাকে আরও বেশি সর্তক এবং সব বিষয়ে আরও গুরুত্বের সঙ্গে কাজ করতে হবে, বলেছেন ডব্লিউএইচওর বিশেষজ্ঞ মাইক রায়ান।