সোজা কথা ডেস্ক রিপোর্ট: কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাগুলো শনিবার, ১ আগস্ট ২০২০ থেকে বিশ্বের ২০ টি দেশে প্রাথমিকভাবে তাদের বাণিজ্যিক বিমান পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্যের এ দেশটির বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের অন্যতম পরিচালক আবদুল্লাহ আল-রাজি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত বিমান সংস্থাগুলো প্রাথমিকভাবে বাণিজ্যিক বিমান পরিচালনা শুরু করবে। প্রাথমিক পর্যায়ে ২০টি দেশকে এ অনুমতি দেওয়া হয়েছে।’
সিভিল এভিয়েশন বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে যে দেশগুলিতে বিমানগুলি আবার চালু করা হবে সে দেশগুলোর তালিকা দেয়া হয়েছে। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, লেবানন, কাতার, জর্ডান, মিশর, বসনিয়া এন্ড হার্জেগোভিনিয়া, শ্রীলংকা, পাকিস্তান, ইথিওপিয়া, যুক্তরাজ্য, তুরস্ক, ইরান, নেপাল, সুইজারল্যান্ড, জার্মানী, আজারবাইজান, ফিলিপাইন এবং ভারত।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়-কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত বিমান সংস্থাগুলি খুব শিগগির তাদের অপারেটিং সময়সূচী এবং বিমানের সময় বিস্তারিতভাবে ঘোষণা করবে।
বিমানবন্দরে প্রবেশ এবং এটি ছেড়ে যাওয়ার এবং সমস্ত প্রক্রিয়া সহজে এবং সুবিধাজনকভাবে সম্পন্ন করার সুবিধার্থে সমস্ত ভ্রমণকারীদের সমস্ত স্বাস্থ্য পদ্ধতি এবং নির্দেশিকা অনুসরণ করার আহ্বানও জানান হয়েছে।