প্রাণঘাতী নভেল করোনভাইরাস গত ডিসেম্বরে চীনের হুবেই থেকে ছড়িয়ে পড়ার পর সারাবিশ্বে প্রতিদিন লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মহামারি আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়াল। আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৫০হাজার ছুঁই ছুঁই।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ১৬ লাখ ৪৭ হাজার ৬৩৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এরমধ্যে মারা গেছেন ১ লাখ ২৬০ জন। আক্রান্তদের মধ্যে অবশ্য ৩ লাখ ৬৯ হাজার ১১৬ জন সুস্থ হয়েছেন।
শুরুর দিকে চীনে মৃত্যুর হার ছিল বেশি। কিন্তু তাকে খুব কম সময়ের মধ্যে ছাড়িয়ে গেছে ইতালি, স্পেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরান। সবচেয়ে বেশি প্রাণ গেছে ইতালিতে। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ২৭৯, যুক্তরাষ্ট্রে ১৭ হাজার ৮৩৮, স্পেনে ১৫ হাজার ৮৪৩, ফ্রান্সে ১২ হাজার ২১০, যুক্তরাজ্যে ৯ হাজার ১৬, ইরানে ৪ হাজার ২৩২, চীনে ৩ হাজার ৩৩৬, বেলজিয়ামে ৩ হাজার ১৯, জার্মানিতে ২ হাজার ৬০৭, নেদারল্যান্ডসে ২ হাজার ৫১১ জনের প্রাণ গেছে।
এ রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ লাখের কাছাকাছি। সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত প্রায় ৪ লাখ ৮০ হাজারের মতো। স্পেন, ইতালি, জার্মানি, ফ্রান্সে লাখ পেরিয়েছে আক্রান্ত রোগীর সংখ্যা। চীনে নতুন আক্রান্তের সংখ্যা একেবারে কমে এলেও দেশটিতে মোট আক্রান্ত হয়েছে প্রায় ৮২ হাজার মানুষ।
তবে রয়েছে সুখবরও। বিশ্বজুড়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৯ হাজারেরও বেশি। সবচেয়ে বেশি সুস্থ হয়েছে চীনে। সেখানে প্রায় ৭৮ হাজার মানুষ সুস্থ হয়েছে।
সূত্র: ওয়ার্ল্ডওমিটার