আরিফুল হক (রোম) ইতালী থেকে : শুক্রবার ২১ আগষ্ট ইতালী আওয়ামী লীগ প্রেনেস্তিনা মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল সহ ইতালী আওয়ামী লীগের অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন- ২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলায় আহতরা ভালো নেই। অনেকে এখনো গ্রেনেডের স্প্লিন্টারের অসহ্য যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। মানবেতর জীবন যাপন করছেন তারা। গ্রেনেডের স্প্লিন্টারে কেউ হারিয়েছেন চোখ, কারো গেছে চলার ক্ষমতা, কেউ হারিয়েছেন শ্রবণশক্তি। অনেকে প্যারালাইসড হয়ে হুইলচেয়ারে চলাফেরা করছেন, অনেকের জীবনে এখন ক্র্যাচই চলাফেরার নিত্যসঙ্গী।
তারা আরো বলেন- একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটি কালো অধ্যায়। বিশ্বে গণতন্ত্র চর্চাকারী যে কোনও রাষ্ট্রে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচীতে এ ধরনের বর্বর হামলার নজির বিরল। তৎকালীন বিরোধী রাজনৈতিক দলের প্রধানসহ দলটির শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যে পরিচালিত ওই ন্যাক্কারজনক ঘটনা দেশের রাজনীতিতে এক ধরনের স্থায়ী ‘অবিশ্বাসের’ জন্ম দিয়েছে।
ইতালী আওয়ামী লীগের সভাপতি জনাব ইদ্রিস ফরাজী, বর্তমান প্রধানমন্ত্রী এবং তৎতালীন বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত ২১শে আগষ্টের গ্রেনেড হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
মিলাদ শেষে গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করা হয়।