সোজা কথা ডেস্ক রিপোর্ট: ১৪ দিনের কোয়ারেইন্টাইন শেষে তাদের যাবার কথা বাড়িতে, পাঠানো হলো মামলা দিয়ে আদালতে। আদালত হয়ে ৫৪ ধারায় তাদের চালান করা হলো কারাগারে। ঢাকার উত্তরার দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে মঙ্গলবার ভিয়েতনাম ফেরত ৮১ জন এবং কাতার ফেরত দুইজনসহ মোট ৮৩ জন অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এ প্রেক্ষিতে সোজাকথা ডটকম আয়োজিত লাইভে বক্তারা অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করে কাজের নামে এদেরকে পাচারের সাথে জড়িত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
১ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টা লন্ডন সময় বিকাল ৫টায় এই লাইভ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোজাকথা ডটকম লাইভ এর এই ৩৫ তম পর্বের লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন সাংবাদিক বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার চৌধুরী আকবর হোসেন, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক ফারুক হাসান এবং আটক ইসমাইলের ভাই মো: স্বপন।
লাইভ সঞ্চালনায় ছিলেন সোজা কথা ডটকম-এর সম্পাদক, মানবাধিকার কর্মী ও আইনজীবী এডভোকেট শাহ আলম ফারুক। অনুষ্ঠানটি পরিবেশিত হয় Rights First International এর সৌজন্যে।
লাইভ অনুষ্ঠানটি দেখা যাচ্ছে সোজা কথা ডটকম-এর ফেইসবুক পেজে ও বাংলা টকস-এর ইউটিউব চ্যানেলের লিংকে।