সৈয়দ আব্দুল মান্নান বাহুবল (হবিগঞ্জ) থেকে: হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বাহুবলের মানুষকে সেবা দিতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন।গত ১২ সেপ্টেম্বর বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে আসা নমুনা রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে।
এরপর তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করেন। গত ২ অক্টোবর ফলোআপ রিপোর্টে করোনা নেগেটিভ আসে। তিনি এখন করোনামুক্ত। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাশ। করোনা আক্রান্তের পর সুস্থ হওয়ার অনুভূতি জানতে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “এ সময় আত্মীয়স্বজন, কর্মকর্তা কর্মচারীদের থেকে দূরে নিঃসঙ্গতা আমাকে পীড়া দিচ্ছিল। দৃঢ় মনোবল নিয়ে দিনযাপন করি।” তিনি যারা তাঁর আরোগ্যে কামনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।