সৈয়দ আব্দুল মান্নান বাহুবল (হবিগঞ্জ) থেকে: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের স্বস্থিপুর থেকে স্নানঘাট আঞ্চলিক সড়কের পাশে লাগানো সরকারী গাছ কেটে সাবাড় হচেছ। সরকারি রাস্তার পাশ থেকে প্রকশ্য দিবালোকে গাছ কেটে সাবাড় করলেও এতে প্রশাসনের নজর পড়ছেনা। এলাকাবাসী সুত্র জানায় ৩ অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত স্বস্থিপুর গ্রামের হানিফ উল্লার পুত্র গফুর মিয়া ও তার ভাই আব্দুর নূর মিলে সড়কের পাশে লাগানো সরকারী বিভিন্ন প্রজাতির ২০/২৫ টি বড় বড় কাঠের গাছ কেটে ফেলে। এতে এলাকাবাসীর এ গাছগুলো সরকারী গাছ বলে কাটতে বাধা দিলেও তারা কোনো বাধা মানেনি। রাস্তায় লাগানো গাছ কাটার বিষয়ে বাহুবল উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, কোনো সরকারী জায়গাতে কেউ গাছ লাগালেও প্রশাসনের অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই গাছ কাটা যাবেনা। বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান।