চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ চরফ্যাশন চর মাদ্রাজ ইউনিয়ন ১নং ওয়ার্ড চর আফজাল গ্রামে ৩০ শতাংশ জমিকে কেন্দ্র করে এক মসজিদের ইমাম এবং তার দুই ছেলের বিরুদ্ধে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা ও বাড়ি ঘর লুটপাটের অভিযোগ এনে পৃথক দু’টি মামলা দায়ের করেছে।
জানা যায়, উপজেলার মাদ্রাজ ইউনিয়ন চর আফজাল গ্রামের মোসলেউদ্দিন ওরফে ধলু মিয়া দীর্ঘ ১৪বছর যাবত আসামিপক্ষের ৩০ শতাংশ জমি কোন প্রকার কাগজপত্র ছাড়া জবরদখল করে গাছপালা লাগিয়ে ভোগ করতে থাকেন । আসামিপক্ষ চর মাদ্রাজ ইউপি চেযারম্যান মোজাম্মেল হক জামাদারের নিকট বিষয়টি জানালে তিনি উভয পক্ষকে ডেকে সালিশির ব্যবস্থা করে আসামিপক্ষকে ৩০ শতাংশ জমি বুঝিয়ে দেন । এর কয়েকদিন পরে আসামিপক্ষ তাদের জমির নিকট গেলে মারধরের উদ্দেশ্যে মোসলে উদ্দিন ওরফে ধলু গং লাঠিসোটা নিয়ে আসলে আসামিপক্ষ ভয়ে স্থান ত্যাগ করেন । এর মধ্যে মোসলে উদ্দিন ওরফে ধলু গং রা দীর্ঘদিনের অবৈধ দখলীয জমি হাতছাড়া হওযার ক্ষোভে তার স্ত্রী ও অন্তঃসত্ত্বা কন্যাকে বাদী করে পৃথক দুটি ধর্ষণের চেষ্টা, লুটপাট ও মারধরের অভিযোগ এনে গত কাল মামলা দাযরে করেন ।চরফ্যাশন আদালতে মামলা নং সিআর ৩৪৬, ভোলা নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা নং৫৩৮/২০ । মোসলে উদ্দিন ওরফে ধলু মিয়া জানান, আসামিপক্ষ আমার বাড়িত ঢুকে ঘরে প্রবেশ করে মহিলাদের মারধর, স্বর্ণালঙ্কার, নগদ টাকা নিয়ে যান এবং আমার মেয়েকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করেন ।