স্বাস্থ্য খাতের দুই তৃতীয়াংশ বেসরকারী খাতে,সরকারী ডাক্তারের কম বেশি ৮/৯ হাজার পোস্ট নাকি খালি।দ: এশিয়াতে জিডিপি এর সবচে কম বরাদ্দ, তার উপর ৫ লাখ টাকার এক্সরে মেশিন কোটি টাকায় কেনার নিত্য রেকর্ড! মূলত: এ সব অনিয়ম ও দুর্নীতির সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, অধিদপ্তরের অধীন কেন্দ্রীয় ঔষধাগারকে ঘিরে রাজনৈতিক সমর্থনপুষ্ট ব্যবসায়ী, সরকারী কর্মকর্তা বিভিন্ন চক্র জড়িত থাকার বিষয়ে বিভিন্ন সময়ে কথা উঠলেও সময়ে সবকিছু ম্যানেজ হয়ে গেছে। এরমধ্যে জন স্বাস্থ্য ব্যবস্থা দিন দিন দুর্বল থেকে দুর্বলতর হয়েছে।
আপনিও লিখতে পারেন,
জানাতে পারেন তথ্য প্রমাণসহ
যা লিখতে বা বলতে পারছেন না।
ইমেইলে straightdialogue@gmail.com
অথবা
আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে +44 7956 612529
।। চোখ রাখুন স্ট্রেইট ডায়ালগ-এ ।।