সোজা কথা ডেস্ক রিপোর্ট
দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের মাফিকিংয়ে সন্ত্রাসীরা ইমন আহমেদ ও আবদুর রহমান নামে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। অপর বাংলাদেশি রুবেল আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দীর্ঘদিন থেকে বাংলাদেশি দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের শিকার হয়ে দুই বাংলাদেশিকে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর একদল অস্ত্রধারী সন্ত্রাসী ইমনদের দোকানের সামনে এসে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান।
গুরুতর আহত অপর বাংলাদেশি রুবেল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় নর্থ ওয়েস্টের ভূপুলিংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দীর্ঘদিন ধরে চলে আসা ব্যবসায়িক সমস্যাটি স্থানীয়ভাবে বেশ কয়েকবার মীমাংসা করতে ব্যর্থ হয়ে সেখানকার বাংলাদেশ কমিউনিটি দ্বারস্থ হয়েছিল দক্ষিণ আফ্রিকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের। তারাও বেশ কয়েকবার চেষ্টা করে সমাধান দিতে ব্যর্থ হয়েছিল।
নিহত ইমন আহমেদ ও আব্দুর রহমানের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে।