ফায়ার সার্ভিসের এক ঘন্টা চেষ্টার পর রাত ১২.৫০ মিনিটে মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কোন ধরণের হতা-হতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আগুনের নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করা হয় । বিফ্রিংয়ে বলা হয়, আগুন নিয়ন্ত্রণে আসলেও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে কেন আগুন লেগেছে সে ব্যাপারে সুস্পষ্ট কোন কিছু জানানো হয়নি।
বিফ্রিংয়ে আরো জানানো হয়, বস্তিতে বেশির ভাগ ঘরেই অবৈধ কারেন্ট-গ্যাস ব্যবহার করা হতো। সেখান থেকেও আগুন লাগতে পারে। তবে বস্তিতে যাওয়ার রাস্তা চাপা থাকায় এবং পাশে কোন পানির ব্যবস্থা না থাকাতেই আগুনে বেশি ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের বিফ্রিংয়ে জানানো হয়। তদন্ত কমিটি গঠন করার পরই জানা যাবে কি কারণে আগুন লেগেছে কিংবা কি পরিমাণ ক্ষতি হয়েছে।
বস্তিতে প্রায় তিনশোর মতো কাপড় ও ফার্ণিচারের দোকান ছিলো।
২০১৭ সালেও একবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।তিন বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো।