নিজস্ব প্রতিবেদক
লন্ডনের এক বিশিষ্ট একাউন্টেন্সি ফার্মের স্বত্ত্বাধিকারী, বিএনপি‘র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মামুন রহমান এফসিএ রোববার সকালে লন্ডনের স্থানীয় এক গোরস্থানে চিরতরে সমাহিত হয়েছেন। করোনা পরিস্থিতিতে দাফনের সময় প্রয়াত ড. মামুন রহমানের পরিবারের সদস্য, কয়েকজন প্রতিবেশী ও সহকর্মী উপস্থিত ছিলেন।
ড. মামুন রহমান এফসিএ করোনা আক্রান্ত হয়ে ২৩ নভেম্বর সোমবার সকালে স্থানীয় এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ড. মামুন রহমানের মৃত্যুতে কমিউনিটি ও তাঁর সহকর্মী সমর্থক পরিচিতদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তিনি খুলনার ফুলতলার সন্তান।তিনি একজন চার্টার্ড একাউন্টেন্ট ছিলেন। খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
ড. মামুন রহমান পরোপকারি ছিলেন। করোনাকালে খুলনায় নিজ এলাকায় শত শত মানুষকে তিনি অর্থ এবং খাদ্য সহায়তা করেছেন। তিনি বাংলাদেশে মৃত্যুদণ্ডবিরোধী সংগঠন ‘সাপোর্ট লাইফ’-এর চেয়ারম্যান ছিলেন।