নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী থেকে
নোয়াখালীতে গত চারদিন ধরে ( কারো কারো মতে এক মাস ধরে ) চলছে সরকারী গাছ কাটার মহোৎসব। এ ব্যাপারে অভিযোগ করার পরও নীরবতা অবলম্বন করছে প্রশাসন!
নোয়াখালী জেলা সদরের ছোট শ্রীপুর গ্রামে এই গাছকাটার বর্বর ঘটনা ঘটছে।
ঘটনায় প্রকাশ নোয়াখালী সদরের ছোট শ্রীপুর গ্রাম , ডাক সোনাপুরের ওহিদুল ইসলাম রাসেল (৩৮), পিতা মৃত আক্কাস মিঞা গত চারদিন ধরেই লক্ষ লক্ষ টাকার গাছ
কেটে বিক্রি করছে। তার পিতা আক্কাস মিঞা একসময় ডিসি অফিসে কাজ করতো। সেই সুবাদে প্রচুর ভূমির মালিক সে। প্রতিবেশীরা ভয়ে কখনো কথা বলে নাই তার বিরুদ্ধে । এখনও সেই ভয়ই তাদের ভেতর কাজ করে। কেউ কথা বলে না।
গাছগুলিকে কড়ই গাছ বলা হয় এগুলো সাধারণত আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়। গাছগুলির বয়স হবে কমপক্ষে চল্লিশ বছর। প্রতিটা গাছের মূল্য ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করে হবে।
এলাকাবাসী জানায় তিনদিন আগে এসিল্যান্ড অফিস থেকে লোকজন
এসে দেখে গেছেন ঠিকই, গাছ কাটার উৎসব তবুও থামেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন, প্রতিবাদ করায় তাঁকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। তিনি এই বিষয়ে আজ থানায় একটি অভিযোগ করেছেন। তাঁর জিডি নং সুধারাম মডেল থানাঃ ৮৯৮ ১৬/০১/২০২১।