নিজস্ব প্রতিবেদক ঢাকা থেকে
ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুশতাক আহমেদ(৫৩) গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারা হেফাজতে বৃহস্পতিবার রাতে মারা যাওয়ার ঘটনায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করছে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, মুশতাক আহমেদ ২৫.০২.২০২১ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কারাগারের ভেতর হঠাৎঅসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়।পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজহাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা–নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
৫ মে, ২০২০ তারিখে লেখক মুশতাক আহমেদকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনামূলক পোষ্ট দেওয়ায় ডিজিটাল সিকিউরিটি আইনে রাজধানীর লালমাটিয়া থেকে র্যাপিড অ্যাকশন ব্যটেলিয়ন (র্যাব) আটক করে। লেখকমুশতাক ছয়বার জামিন আবেদন করেও জামিন পাননি এবংআগষ্ট ২০২০ থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয়কারাগারে বন্দী ছিলেন। এখানে উল্লেখ্য যে, প্রায় একই সময়েএকই অভিযোগে লেখক মুশতাক সহ কার্টুনিস্ট, রাষ্ট্রচিন্তার সদস্যও অন্যান্য পেশার ব্যক্তিসহ মোট ১১ জনকে ডিজিটাল সিকিউরিটি আইনে আটক করা হয়।
এমএসএফ মনে করে লেখক মুশতাক আহমেদের জামিন মন্জুর না করে বির্তকিত এ আইনের অধীনে দায়েরকৃত মামলায় তাঁকে গত দশ মাস ধরে কারাগারে আটকে রাখা হয়েছে যার মাধ্যমে ডিজিটাল সিকিউরিটি আইনের যথেচ্ছ অপব্যবহারের চিত্রটি সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। লেখক মুশতাক কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর কারা কর্তৃপক্ষ কি কি পদক্ষেপ গ্রহণ করেছে. সে বিষয়ে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) সুষ্ঠূ তদন্ত দাবি করছে। একইসাথে ডিজিটাল নিরাপত্তা আইনেমতপ্রকাশের অধিকার খর্ব করাসহ দমন-পীড়ন এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও গ্রেফতার বন্ধের জোর দাবি জানাচ্ছে।