নিজস্ব প্রতিবেদক ঢাকা থেকে
সরকার সীমান্ত হত্যার প্রতিবাদ ও প্রতিকারে যে ব্যর্থতা দেখাচ্ছে তা জনমনে ক্রমাগত প্রশ্নের সৃষ্টি করছে।ঢাকাভিত্তিক মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তাদের মাসিক মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে এ কথা বলেছে। প্রতিবেদনে আরো বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইন ও ক্ষমতার অপব্যবহার করে সাধারণ নাগরিকদের বস্তুনিষ্ঠ ও স্বাধীন চিন্তা, অনুসন্ধানী সাংবাদিকতা এবং মতামত প্রকাশের সংবিধানপ্রদত্ত অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার মত ঘটনা ঘটেছে। দেশে বিচারবহির্ভুত হত্যাকান্ড, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক হত্যা ও নির্যাতন, সীমান্তে হতাহত, এমন কি গণপিটুনির মতো ঘটনা উদ্বেগজনকভাবে ঘটে চলেছে। মনিটরিং প্রতিবেদনে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত নিজস্ব তথ্যানুসন্ধানের বরাত দিয়ে বলা হয়, মে, ২০২১ মাসে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনায় দেখা যায়, ধর্ষণসহ নারী ও শিশুদের উপর সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। করোনা অতিমারির সংকটকালে এ ধরনের ঘটনা অব্যাহতভাবে ঘটে যাওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে তা বৃদ্ধি পাওয়ায় এমএসএফ গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে।
গুরুত্ব বিবেচনায় এমএসএফ-এর মনিটরিং প্রতিবেদনের পূর্ণ বিবরণ নিম্নে সোজা কথা পাঠকদের জন্য পত্রস্থ করা হলো:
আবারও বাড়ছে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিচার বহির্ভুত হত্যা, কথিত বন্দুকযুদ্ধ ও গোলাগুলি
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী মে, ২০২১ মাসে রাজধানী ঢাকা, কক্সবাজার ও বান্দরবনে বিচারবহির্ভূত হত্যাকান্ড কথিত ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের ৬টি ঘটনা ঘটেছে। ২টি ঘটনায় কোন হতাহত না হলেও ৪টি ঘটনায় ৫জন নিহত ও ২জন আটক হয়েছে। ২ মে, ২০২১ ঢাকার কেরানীগঞ্জে ঢাকাজেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক যুবক (২০) নিহত হয়। পুলিশের ভাষ্যমতে, নিহত যুবক ডাকাত দলের সদস্য ছিল। ১৭ মে, ২০২১ দিবাগত রাত দুইটা থেকে আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ ও খিলক্ষেত থানা পুলিশের সমন্বিত দলের সঙ্গে সশস্ত্র ছিনতাইকারী দলের সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে গোলাগুলি শেষে ঘটনাস্থল থেকে কথিত ২ জন দুর্বৃত্তকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ২ জনকেই মৃত ঘোষণা করেন। আর ঘটনাস্থল থেকে দুজনকে অক্ষত অবস্থায় গ্রেপ্তার করা হয়। ২০ মে, ২০২১ তারিখে রাজধানীর মিরপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মানিক নামে ১ জন নিহত হয়। র্যাবের দাবি, মানিক পল্লবীতে সন্তানের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলার আসামি। র্যাবের ৪-এর পরিচালক মো. মোজাম্মেল হক জানান, ২২ মে , ২০২১ দিবাগত রাত আড়াইটার দিকে মিরপুরের পল্লবীর ইস্টার্নহাউজিং এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি মো. মনির ‘গোলাগুলিতে’ নিহত হয়। অন্য দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আইন–শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু ও নির্যাতনের ঘটনার ধারাবাহিকতা অব্যাহত
ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অবস্থায় ১ মে, ২০২১ তারিখ সকাল ছয়টার দিকে আবুলহোসেন মোল্লা (৪৮)কে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবুল হোসেন মোল্লাকে পুলিশ ১৬ এপ্রিল, ২০২১ তারিখে গ্রেপ্তার করে এবং ২৮ এপ্রিল, ২০২১ তারিখ থেকে তিনি গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে ছিলেন। পরিবারের দাবি আবুল হোসেনকে হত্যা করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া এলাকায় আনসার ব্যাটালিয়ান ক্যাম্পের সামনের বাসিন্দাদের সঙ্গে আনসার সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গাছ কাটায় বাধা দেয়ায় আনসার সদস্যরা আবুল কালাম নামের এক ব্যক্তিকে ধরে নিয়ে মারধর করে। এখবর ছড়িয়ে পড়লে উত্তেজিত মানুষ ও আনসার সদস্যদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় নারীসহ ৯ জন আহত হয়। অপর একটি ঘটনায়, গাজীপুরের টঙ্গীর মিলগেটে শ্রমিকেরা ঈদের ছুটি বাড়ানোর দাবিতে রাস্তায় নেমেছিলেন। এ সময় বিনা উসকানিতে আচমকা পুলিশ এসে শ্রমিকদের পেটাতে শুরু করে। কেন বিনা কারণে তাঁদের ওপর হামলা চালানো হলো জানতে চাইলে, পুলিশ আরও মারমুখী হয়ে ওঠে, লাঠিচার্জ করে ও গুলি ছোড়ে। এতে কমপক্ষে ১২ জন আহত হয়। আহত শ্রমিকদের সবাই হামীম গ্রুপের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। গুলি করে শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনকে শুরুতেই দমিয়ে দেয়ার এটিও আর একটা চেষ্টা আর এতে প্রমান হয় যে, বাংলাদেশে গুলি করে আন্দোলনকে দমন পীড়ন করা অত্যন্ত সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।
থেমে নেই কারা হেফাজতে সন্দেহজনক মৃত্যুর ঘটনা
মে, ২০২১ এ কারা হেফাজতে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার, নওগাঁ ও খাগড়াছড়ি কারাগারে একজন করে কারাবন্দির মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল ইসলাম (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। ৭ মে শিবগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠালে ১০ মে, ২০২১ তারিখ বিকেলে তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাকে রাত সোয়া ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাজতি শরিফুল ইসলাম মারা যান। শেরপুর জেলা কারাগারে মাদক মামলায় বন্দি মনি পাল (৩৮) নামে এক যুবক ময়মনসিংহ মেডিকেলকলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৭ মে, ২০২১ তারিখে মনি পাল অসুস্থ হয়ে পড়লে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থা বেশী খারাপ হলে ১৮ মে, ২০২১ তারিখে কারা কর্তৃপক্ষ মনিকে ময়মনসিংহমেডিকেল নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। মনির পরিবারের দাবি মনি সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং শেরপুর হাসপাতালে ভর্তি ও ময়মনসিংহে চিকিৎসার কথা পরিবারকে জানানোও হয়নি। রিসোর্ট কাণ্ডের ঘটনায় সহিংসতার মামলায় গ্রেফতারকৃত নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা খেলাফত মজলিস সভাপতি মাওলানা ইকবাল হোসেন ২০ মে ২০২১ তারিখ কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২৮ মে, ২০২১ তারিখে নওগাঁ জেলা কারাগারের দুলাল হোসেন (৬০) নামের এক কারাবন্দি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পারিবারিক ঝামেলায় তার স্ত্রীর দায়ের করা মামলায় মার্চ মাসের ১৫তারিখ থেকে দুলাল কারাবন্দি ছিলেন। ২৮ মে, ২০২১ সকালে মিলন বিকাশ ত্রিপুরা নামে এক বন্দি খাগড়াছড়ি কারাগারে অসুস্থ অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের মাথায় আঘাত ও গলায় গামছা পেঁচানোর দাগ দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনারগুলোর তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে জানা নাই।
অব্যাহত সীমান্তে হত্যা–নির্যাতন বন্ধে সরকারের ব্যর্থতায় জনমনে ক্রমাগত নানা প্রশ্নের উদ্ভব ঘটছে
মে, ২০২১ মাসে দেশের সীমান্ত এলাকাগুলোতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ১জন অপহরণ ও ২ জন বাংলাদেশী নাগরিক গুলিবিদ্ধ হয়েছেন। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে রাশেদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ছাটকড়াইবাড়ীএলাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৬-এর কাছে এ ঘটনা ঘটে। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ১৫২/১৪ (এস) সীমান্ত পিলার সংলগ্ন জামালপুর সীমান্তের ওপার থেকে বিএসএফ’র গুলিতে সুতুব কানা (৪২) নামে এক বাংলাদেশী গুলিবিদ্ধ হয়ে গুরুতরভাবে আহত হন। লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নেরচওড়াটারী সীমান্তে ৯২৫ নম্বর মেইন পিলারের কাছে ভারতের ১০০ বিএসএফ ব্যাটেলিয়নের পদ্মা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা ধাওয়া ও গুলি করে। এতে মিলন ইসলাম তার পিঠে গুলিবিদ্ধ হলে সহকর্মীরা তাকে নিয়ে বাংলাদেশে চলে আসে। উচ্চ পর্যায় থেকে বারংবার প্রতিশ্রুতি সত্বেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফ থেকে বাংলাদেশী নাগরিক হত্যা বন্ধ করা হয়নি। সরকার সীমান্ত হত্যার প্রতিবাদ ও প্রতিকারে যে ব্যর্থতা দেখাচ্ছে তা জনমনে ক্রমাগত প্রশ্নের সৃষ্টি করছে।
শিশু ও নারীর প্রতি সহিংসতা:
পরিত্যক্ত অবস্থায় পাওয়া নবজাতকের বিষয়ে তদন্ত নেই
দেশে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী মে, ২০২১ মাসে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা যেমন; ধর্ষণ, হত্যা ও পারিবারিক সহিংসতার ঘটনার বিগত মাসগুলোর মতই অব্যাহত রয়েছে যা অত্যন্ত উদ্বেগজনক। এ সময়ে ৩৩৮টি নারী ও শিশুনির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে যার মধ্যে ধর্ষণের ঘটনা ৮৩টি, গণধর্ষণ ২৮টি, ধর্ষণ ও হত্যা ৫টি, প্রতিবন্ধী শিশুও কিশোরী ধষর্ণের শিকার হয়েছে ৮ জন। উল্লেখ্য যে ধর্ষণের শিকার ৮৩ জনের মধ্যে ৫৬ জন শিশু ও কিশোরী রয়েছে। ধর্ষণের চেষ্টা ১৪টি, যৌন হয়রানি ২০টি ও শারীরিক নির্যাতনের ৪৮টি ঘটনা ঘটেছে। এসময়ে ১২জন শিশুকিশোরীসহ মোট ৫৯ জন নারী আত্মহত্যা করেছেন। অপহরণের শিকার হয়েছে ২জন শিশু অপরদিকে ৬জন শিশু কিশোরী নিখোঁজ রয়েছে। এছাড়াও মে মাসে ৭জনের অস্বাভাবিক মৃত্যুসহ ৬৪জন নারী ও শিশু কিশোরী হত্যাকান্ডের শিকার হয়েছে। গণমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী পারিবারিক বিরোধ, প্রতিশোধ, যৌতুক, তালাক, জমি সংক্রান্ত বিরোধ ইত্যাদি কারণে এ হত্যাকান্ডগুলো সংঘটিত হয়েছে। এ মাসে ধর্ষণের ৪টি ঘটনা ও ৫টি পারিবারিক ঘটনার অবৈধ সালিশের মাধ্যমে নিস্পত্তির চেষ্টা করা হয়। একজন মৃতসহ ৬জন নবজাত শিশুকে বিভিন্ন স্থানে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গেছে যা অমানবিক ও নিন্দনীয়। এ শিশুদেরকে কি কারণে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে, সংশ্লিস্ট কর্তৃপক্ষ তা নিরূপনের চেষ্টা করে না । দেশব্যাপি ধর্ষণ, শিশু ও নারীদের প্রতি সহিংসতা, নির্যাতন, শ্লীলতাহানি, যৌন হয়রানী ও নিপীড়নের ঘটনা যে হারে ঘটে চলেছে তাতে করে সামাজিক সুরক্ষা, রাষ্ট্রের দায়দায়িত্ব ও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি নিরন্তর প্রশ্নবিদ্ধ হচ্ছে।
মতপ্রকাশের অধিকারের লংঘন ও সাংবাদিকতা: সাংবাদিক আইনজীবী কেউই কালো আইনের থাবা থেকে মুক্ত নয় !
বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপক ব্যবহারে জনমনে নানা উদ্বেগ আর ক্ষোভের জন্ম দিয়েছে। এ মামলায় ২জন সাংবাদিক, ১জন আইনজীবী ও ৩জন সাধারণ নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ঢাকা থেকে প্রকাশিত বিজনেস বাংলাদেশ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক আল আমিন হোসেনকে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে । ঝালকাঠীর নলছিটিতে টেন্ডার সংক্রান্ত বিষয়ে ওয়ার্ড কাউন্সিলরকে নিয়ে “আপত্তিকর” মন্তব্য করায় নলছিটি সুজন সভাপতি ও সাংবাদিক খলিলুর রহমান মৃধাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়। ভয়ভীতি দেখানো ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আপত্তিকর’ ছবি ছড়িয়ে দিয়ে সম্মানহানির অভিযোগে ১২ মে ২০২১ তারিখে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম শাহ আলমকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয় এবং শাহ আলমকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। এ ছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত ও প্রবাসী কল্যান মন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় ৩জনকে ডিজিটালনিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। রাষ্ট্র বিরোধী বক্তব্য প্রদানের জন্য মুফতি নূর হোসাইন নুরানীর বিরুদ্ধে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুৎসা রটানো ও আপত্তিকর, মিথ্যা কাহিনী সাজিয়ে প্রকাশ করায় মানহানির অভিযোগ এনে সাঈদা আক্তার নামের এক নারী কোভিডে মৃতদের সৎকার করে আলোচিত নারায়ণগঞ্জের সিটি কাউন্সিলর মাকছুদুল আলম ওরফে খোরশেদসহ মানবাধিকারকর্মী ফেরদৌসির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। এ ছাড়া মহেশখালী কলেজের শিক্ষক আবু ছরওয়ার রানার বিরুদ্ধে “মিথ্যা সংবাদ পরিবেশন” করায় কক্সবাজারের মহেশখালীর ছয় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সাংবাদিকেরা হলেন, কক্সবাজার থেকে প্রকাশিত আজকের দেশবিদেশ পত্রিকার মহেশখালী প্রতিনিধি সিরাজুল মোস্তফা, দৈনিক ইনানীর প্রতিনিধি আবু নাছের মো. হাসান, আমাদের কক্সবাজার পত্রিকার প্রতিনিধি গাজী আবু তাহের, সৈকত পত্রিকার প্রতিনিধি ফারুক ইকবাল, মেহেদী পত্রিকার প্রতিনিধি রিফাত ও সাগরদেশ পত্রিকার প্রতিনিধি আজিজ সিকদার।
ডিজিটাল নিরাপত্তা আইন নির্বিচারে অপপ্রয়োগ মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসীদের মধ্যে ভয় ওউদ্বেগের সৃষ্টির পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেভাবে বাধা সৃষ্টি করছে এবং তাদের যেভাবে হয়রানি ও শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে তা শুধুমাত্র অনাকাঙ্খিতই নয় বরং বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতার কন্ঠরোধ করার সামিল। কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাসানুল ইসলাম ওরফে আদরের বিরুদ্ধে পাহাড় কাটাসহ বিভিন্ন অপরাধের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তিনি ক্ষিপ্ত হয়ে সংবাদকর্মীদের দেখে নেওয়ার হুমকি দেন।
২ মে, ২০২১ তারিখ সাফারি পার্ক গেট এলাকায় বেলা আড়াইটার দিকে তিন সংবাদকর্মীর ওপর হামলা চালানো হয়েছে। এ সময় দুই সংবাদকর্মীর মুঠোফোন-মানিব্যাগ ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেওয়া হয়। আহত সাংবাদিকেরা হলেন যুগান্তরের চকরিয়া প্রতিনিধি মনসুর মহসিন, আমার সংবাদের চকরিয়া প্রতিনিধি মোহাম্মদ উল্লাহ ও স্থানীয় দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার প্রতিনিধি মোস্তফা কামাল। তাঁদেরকে গুরুতর আহতবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রেসক্লাবের সাবেকসভাপতি, সাপ্তাহিক ‘আমাদের আলফাডাঙ্গা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক ভোরের পাতারআলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি সাংবাদিক সেকেন্দার আলমকে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে মুমূর্ষ অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থাআরো খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম পেশাগত কাজে ১৭ মে, ২০২১ তারিখ সোমবার দুপুরের পর সচিবালয়ে গেলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কক্ষে তাঁকে আটকে রেখে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাাতন চালানো হয। এ সময় তাঁর মুঠোফোন কেড়ে নেওয়া হয়। রোজিনাকে আটকে রাখার কারণ সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদেরকে পরিস্কার করে কিছু বলাও হয়নি। একপর্যায়ে রোজিনা অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে শাহবাগ থানায় নিয়ে যায় এবং রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেট অ্যাক্টে মামলা হয়েছে এবং সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২৩ মে, ২০২১ তারিখে পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিনি জামিন পান। একটি সভ্য রাষ্ট্রে একজন সাংবাদিকের ওপর এ ধরনের নির্যাতন হতে পারে তা অকল্পনীয়। জামিন পাওয়া প্রত্যেক নাগরিকের অধিকার এবং অফিশিয়াল সিক্রেট অ্যাক্টের কোনো ধারাই অজামিনযোগ্য নয়, নারী সাংবাদিক ও একটি ছোট শিশুর মা হিসেবে বিশেষ সহানুভূতি তাঁর প্রাপ্য ছিল অথচ সাংবাদিক রোজিনাকে ৫দিন কারাগারে কাটাতে হয়েছে। একজন নারী সাংবাদিককের ওপরে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক, অন্যায় ও অনভিপ্রেত।
থেমে নেই গনপিটুনির ঘটনা
মে, ২০২১ সময়ে ৪টি গণপিটুনির ঘটনায় ৩জন নিহত ও ৮জন গুরুতরভাবে আহত হয়েছেন যা উদ্বেগজনক বিষয় ছিল। প্রচলিত আইনকে উপেক্ষা করে গণপিটুনির ঘটনাকে বিচারবর্হিভূত হত্যাকান্ড বলে এমএসএফ মনে করে।
পটুয়াখালীতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে আল আমিন সরদার (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। ভোররাতে আল-আমিন দুটি গরু নিয়ে যাচ্ছিলো। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে আল আমিনকে গণপিটুনি দেওয়া হয়। এসময় ঘটনাস্থলেই মারা যায় আল-আমিন। ২৬ মে, ২০২১ তারিখে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মালিগাঁও ইউনিয়নের দক্ষিণনগর গ্রামে ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে গ্রামে অপরিচিত কয়েকজন যুবকের আনাগোনা দেখে গ্রামবাসীর সন্দেহ হয়। এরপর তাঁরা ধাওয়া দিয়েএক যুবককে ধরে গণপিটুনি দেন। ২৯ মে,২০২১ তারিখে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মার চর এলাকায় ট্রলারছিনতাই করতে গিয়ে মো. ফয়সাল নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। এতে মাদারীপুরের কালকিনির আবদুল জলিল (৪২) ও কুমিল্লার জসিম উদ্দিন (২৬) আহত হয়েছেন।
পটুয়াখালীর গলাচিপায় গরুচোর সন্দেহে গনপিটুনিতে একই পরিবারের ছয় জন আহত হয়েছেন। গণপিটুনির শিকার হাচেন খান (৭০) জানান, পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের হাচেনখান পরিবারের ১০ জন সদস্য নিয়ে শুটকির মৌসুম শেষে দুইটি ইঞ্জিন চালিত নৌকাযোগে কলাপাড়া উপজেলারআশাখালী থেকে লোহালিয়া ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকেগলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের গলাচিপা নদীতে পৌছলে দুইটি ইঞ্জিন চালিত নৌকায় গরু দেখে চোরসন্দেহে নদীর দুই পাড়ের বাসিন্দারা চিৎকার করে তাদের ধাওয়া করে। পথিমধ্যে অবস্থা বেগতিক তারা দেখে ইঞ্জিনচালিত নৌকা দুইটি উপজেলার আমখোলা ট্রলার ঘাটে নোঙর করে। উত্তোজিত জনতা নৌকা দুইটিতে থাকাজেলেদের মারধর করে। গণপিটুনিতে হাচেন খান (৭০), শাহাবুদ্দিন (৩০), রিয়াজ (৩৮), বাহাদুর (৩৫), শহিদুল(৪০) ও সিদ্দিক (৩৫) আহত হন। রাতেই আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এমএমএফ তাদের মনিটরিং প্রতিবেদনে নিজস্ব তথ্যানুসন্ধানের পাশাপাশি তথ্য সূত্র হিসেবে প্রথম আলো, ডেইলি ষ্টার, কালের কন্ঠ, আমাদেরসময়, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক মানবজমিন, সমকাল, ইত্তেফাক, ঢাকা ট্রিবিউন ও অন্যান্য জাতীয় দৈনিকসমূহে প্রকাশিত সংবাদকে ব্যবহার করেছে। প্রতিবেদনে এমএমএফ বলেছে প্রায় প্রতিটি ঘটনার ক্ষেত্রেই তারা স্থানীয় হিউম্যান রাইটস ডিফেন্ডারদের মাধ্যমে তা ভেরিফাই করেছে। এখানে উল্লেখ্য যে ১ মে, ২০২১ থেকে ৩১ মে, ২০২১ পর্যন্ত সংঘটিত ঘটনার ভিত্তিতে এ রিপোর্ট তৈরি করা হয়েছে।