নিজস্ব প্রতিবেদক ঢাকা থেকে
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর পক্ষ থেকে শনিবার বিকেলে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে প্রায় শতাধিক মানুষের ভার্চ্যুয়ালী অংশগ্রহণে “মানবাধিকার ও কবি সুফিয়া কামাল” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কবি সুফিয়া কামালের ২২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এই আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মূল আলোচক হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ড: হামিদা হোসেন, কলামিস্ট মফিদুল হক, কবিপুত্র সাজেদ কামালসহ সারাদেশ থেকে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের পক্ষ থেকে বক্তব্য রাখেন খুলনার মো. মজিবুর রহমান ও জামালপুরের মো. রফিকুল আলম মোল্লা। অনুষ্ঠানে কবি সুফিয়া কামালের জীবনী নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের তৈরী একটি ডকুমেন্টারী প্রদর্শিত হয়। আবৃত্তি, গান ও পাঠে অংশগ্রহণ করেন ক্ষিদ্রমাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, ইফফাত আরা দেওয়ান, শব্দ সৈনিক ও আবৃত্তি শিল্পী আশরাফুল আলম, মহিউদ্দিন নজির ও মুমতাহিন মুম। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)’র ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যাডভোকেট সুলতানা কামাল। বক্তারা মানবাধিকারের ক্ষেত্রে কবি সুফিয়া কামালের অবদান, তাঁর জীবন ও কর্মের নানাদিক আলোচনা করেন। এ আলোচনায় প্রখ্যাত কলামিস্ট মফিদুল হক বলেন, কবি সুফিয়া কামালের মানবাধিকারের ধারণা, সার্বজনীন মানবাধিকারের ধারণা থেকে কিছুটা ভিন্ন। সার্বজনীন মানবাধিকারের ধারণায় সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মানবিক মর্যাদার ওপর আর কবি সুফিয়া কামাল গুরুত্ব দিতেন মানুষকে ভালোবাসার ওপর। সম্পূর্ণ বৈষম্যহীনভাবে মানুষের প্রতি তাঁর মায়া-মমতা-দরদই তাঁকে সবার থেকে আলাদা করেছে।