ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় অন্তত ১৯৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সে দেশে সাড়ে ৪২ হাজার মানুষের মৃত্যু হলো। করোনাভাইরাসের প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক মারা গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনেই মারা গেছে ১৯৩৯ জন। সেখানে মোট মৃত্যু ৪২ হাজার ৫১৭। নতুন আক্রান্ত হয়েছে ২৮ হাজার ১২৩।
তবে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১,৪৩৩ জনের।
আক্রান্তের তালিকায়ও শীর্ষে অবস্থান করা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৮৪ হাজার।
করোনায় সবচেয়ে বেশি ভুগছে, নিউ ইয়র্ক সিটি। শহরটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। তবে সংখ্যাটা কিছুটা কমতির দিকে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। সোমবার তিনি জানান, নগরীতে ২৪ ঘণ্টায় নতুন মৃতের সংখ্যা ৪৭৮ জন, যা গত দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন।