স্ট্রেইট ডায়ালগ প্রতিবেদন: যুক্তরাজ্যের হেলথ সেক্রেটারি মেট হেনকক বলেছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের জন্য তাদের সরকার সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। মঙ্গলবার ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবনে আয়োজিত প্রতিদিনের করোনা ব্রিফিংয়ে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন বৃহস্পতিবার থেকে মানব শরীরে পরীক্ষা মূলক ব্যবহার করা শুরু হবে। তিনি বলেন বিশ্বব্যাপী ভ্যাকসিন আবিষ্কারের উদ্যোগে ইউকে‘র অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ইম্পেরিয়াল কলেজের গবেষকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। সরকার ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ইতিমধ্যে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪২.৫ মিলিয়ন পাউন্ড সহায়তা প্রদান করেছে।
পিপিই সংক্রান্ত সমালোচনার জবাবে তিনি বলেন- সরকার এই নজিরবিহীন সংকটে এমনকী পিপিই প্রস্তুতকারক কোম্পানিদের সাথে সরাসরি কথা বলছে। কিছু কোম্পানি সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন যে তাদের সাহায্য করার অভিপ্রায়কে ইগনোর করা হয়েছে। এ ব্যাপারে হেলথ সেক্রেটারী ( স্বাস্থ্য মন্ত্রী) বলেন – ইউকে‘র ৮ হাজার কোম্পানি এ ব্যাপারে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। যাদের মধ্যে ১৫৯ টির সাথে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।
জিম গ্রিফিন অটোমোটিভ পার্টস ফার্ম Interflex এর প্রধান জিম গ্রিফিন তাঁর প্রতিষ্ঠান এখন পিপিই বাইরের দেশে রফতানী করার পরিকল্পনা করছে। এদিকে চেশায়ারভিত্তিক Weaver Dane and Trade নামের প্রতিষ্ঠানটি র মালিক এ পর্যন্ত কাঁচামাল ও শ্রমিকদের মজুরী র জন্য ৮০০০ পাউন্ড খরচ করে পিপিই উৎপাদনের ব্যবস্থা করেছিলেন। তিনি দিনে ৪৫০ visor সরবরাহের প্রস্তাব দিলেও তা অগ্রাহ্য করা হয়েছে, যদিও স্বাস্থ্যকর্মীদের কেউ কেউ নিজেরা ব্যক্তিগত খরচে তার থেকে তা সংগ্রহ করেছেন।