স্ট্রেইট ডায়ালগ প্রতিবেদন: পিএসসির সাবেক চেয়ারম্যান, সাবেক শিক্ষা ও মন্ত্রী পরিষদ সচিব ড. সা’দত হুসাইন আর আমাদের মাঝে নেই।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। জানা গেছে, গত কয়েকদিন ধরে আইসিইউতে ছিলেন সাবেক এই সচিব।
সা’দত হুসাইনের বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সম্প্রতি তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকায় লাশ দাফনের প্রস্তুতি নিয়েছে তার পরিবার।
সা’দত হুসাইন ২০০২-০৫ সালে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে ছিলেন। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষা সচিবের দায়িত্বও পালন করেছেন।
সা’দত হুসাইন ১৯৪৬ সালের ২৪ নভেম্বর নোয়াখালীতে জন্মগ্রহণ করেন, পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে। ১৯৭০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগদান করেন।
গভীর জ্ঞানের অধিকারী ড: হুসাইন নির্ভীক, স্পষ্টবাদি, সততা, চারিত্রিক দৃঢ়তার কারণে এ দেশের মানুষের অন্যতম প্রিয় এক ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।
স্ট্রেইট ডায়ালগ পরিবারের শোক
স্ট্রেইট ডায়ালগ পরিবার সাবেক মন্ত্রীপরিষদ সচিব ড: সাদাত হুসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।