করোনা: জনপ্রতিনিধিদের বিভ্রান্তিকর বক্তব্য ও বাস্তবতা

আলু ভর্তা, মানে শুকনা মরিচ বাইট্যা আলু ভর্তা কইরা খাইয়া যহন সাধারণ মানুষ ক্ষেতের ধান কাটতে নাইমা পরবে, শইলের মইধ্যে থিকা যে ঘাম বাইর হবে এই ঘামের মধ্যে দিয়া করোনা একদম বাংলাদেশ ছাইড়া পালাবে। শেরপুরের ১ আসনের চারবারের এমপি আতিউর রহমান আতিক এই চিকিৎসা পরামর্শ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীকে। এই বক্তব্য শোনার পরে ওই এলাকায় লকডাউন … Continue reading করোনা: জনপ্রতিনিধিদের বিভ্রান্তিকর বক্তব্য ও বাস্তবতা