সিলেট ডেস্ক: সিলেটে একদিনেই করোনা শনাক্ত হয়েছেন ১১৫ জন । গত ২৫ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১১০ জন। ১২৩৪ জনের নুমনা পরীক্ষার পর রেকর্ড সংখ্যক করোনা আক্রান্ত রোগীর অস্তিত্ব মিলেছে।আক্রান্তদের বেশিরভাগ গ্রামের বাসিন্দা। স্বাস্থ্য বিভাগের পক্ষে ১০৬৭ জনের নমুনা বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে সংগ্রহ করে ওই নমুনাগুলো এক সঙ্গে ঢাকায় পাঠানো হয়। গতকাল রিপোর্ট আসার পর ঐ আক্রান্তরা শনাক্ত হয় ।
সিলেটে গত ৫ই এপ্রিল থেকে করোনা রোগী পাওয়া যায়। ৭ই এপ্রিল থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবের নিয়মিত করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। ফলে প্রতিদিনই নতুন করে মিলছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৫ দিনে সিলেটে মোট ১১০ জন রোগী করোনা আক্রান্ত হন। সিলেট ও ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষার পর পজেটিভ রিপোর্ট আসে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হবিগঞ্জে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন- এখন আর করোনা রোগী শুধু শহর কেন্দ্রিক নয়। গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে। সামাজিক দূরত্ব না মানার কারনেই এমনটি হয়েছে। এজন্য খুব দ্রুত করোনা আক্রান্ত রোগিদের চিহিৃত করে তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য কর্মীরাও রয়েছেন।